২৫ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলার মুখে গুগল
২৫ বিলিয়ন (২ হাজার ৫০০ কোটি) ডলার ক্ষতিপূরণ মামলার মুখে পড়তে যাচ্ছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল। নিজস্ব প্ল্যাটফর্ম ব্যবহার করে ডিজিটাল বিজ্ঞাপনে একচ্ছত্র আধিপত্য বিস্তারের অভিযোগে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের আধেয় প্রকাশকরা (কনটেন্ট পাবলিশার) আড়াই হাজার কোটি ডলারের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে একটি আইনি পরামর্শদাতা প্রতিষ্ঠান।
গেরাডিন পার্টনারস নামে প্রতিষ্ঠানটি গুগলের বিরুদ্ধে প্রতিযোগিতা আইন লঙ্ঘনের অভিযোগ এনে আগামী সপ্তাহেই যুক্তরাজ্য ও ডাচ আদালতে মামলা করার ঘোষণা দিয়েছে। আইনি পরামর্শক প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তা ডেমিয়েন গেরাডিন রয়টার্সকে জানিয়েছেন, ডিজিটাল বিজ্ঞাপনের বাজারে আধিপত্য বিস্তারের মাধ্যমে দীর্ঘদিন ধরে প্রতিযোগিতা আইন লঙ্ঘন করে আসছে মেটার মালিকানাধীন কোম্পানিটি।
এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কনটেন্ট নির্মাতারা। এ নিয়ে একাধিকবার জরিমানার মুখে পড়লেও শোধরায়নি গুগল। গত বছর ফ্রান্সের আদালত ডিজিটাল বিজ্ঞাপন বাণিজ্যে অ্যান্টিট্রাস্ট আইন ভাঙার অভিযোগে ২ কোটি ২০ লাখ ডলারেরও বেশি জরিমানা করে। গুগলের বিরুদ্ধে অভিযোগ ছিল- গুগল তার নিজস্ব অ্যাডটেক ব্যবসাকে অন্যায্যভাবে প্রতিদ্বন্দ্বী এবং বিজ্ঞাপনদাতাদের চেয়ে বাড়তি সুবিধা দেয়। এটি প্রতিযোগিতা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। গুগলের বিরুদ্ধে প্রমাণসাপেক্ষে এ জরিমানা করেন ফ্রান্সের আদালত।
ডেমিয়েন গেরাডিন বলেন, গুগলের বিরুদ্ধে সব ধরনের প্রমাণপত্র তাদের হাতে রয়েছে। এখন সময় হয়েছে ক্ষতিপূরণ আদায়ের। যুক্তরাষ্ট্র ও ইইউভুক্ত দেশগুলোর কনটেন্ট প্রকাশকদের এ ক্ষতিপূরণ গুগলকে দিতে হবে। তবে গুগল এক বিবৃতিতে মামলার এ উদ্যোগের সমালোচনা করে বলেছে, এটা খুবই দুঃখজনক। আমরা ইইউভুক্ত দেশগুলোর প্রকাশকদের সঙ্গে নিরবচ্ছিন্নভাবে কাজ করছি। প্রতিযোগিতা আইন লঙ্ঘন কিংবা কাউকে ঠকানোর কোনো প্রশ্ন একেবারেই অবান্তর।
কোন মন্তব্য নেই