অ্যান্ড্রয়েডকে অনুসরণ করছে আইফোন! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অ্যান্ড্রয়েডকে অনুসরণ করছে আইফোন!

 

আইফোন-১৪ উন্মোচন করেছে অ্যাপল। গত ৭ সেপ্টেম্বর 'ফার আউট' শীর্ষক অনুষ্ঠানে নতুন আইফোন ছাড়ার ঘোষণা দেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। ওই অনুষ্ঠানে দাবি করা হয়, অ্যাপল আইফোনে নতুন কিছু ফিচার যোগ করতে যাচ্ছে, যা এর আগে কোনো স্মার্টফোন দেখেনি।


তবে অ্যাপল যে ফিচারগুলোকে 'নতুন' হিসেবে দেখিয়েছে, তার বেশ কিছুই অ্যান্ড্রয়েড ফোনে আগে থেকেই আছে। ফলে অ্যাপলের দাবিকে উড়িয়ে দিয়ে অ্যান্ড্রয়েডভক্তরা বলছেন, আইওএস প্ল্যাটফর্ম অনুসরণ করছে অ্যান্ড্রয়েডকে। আইওএস হচ্ছে অ্যাপলের আইফোনের নিজস্ব অপারেটিং সিস্টেম, আরও অ্যান্ড্রয়েড হচ্ছে গুগলের অপারেটিং সিস্টেম।



এবারের অনুষ্ঠানে অ্যাপল আইফোনে প্রথমবারের মতো 'পিক্সেল বিনিং' ফিচার নিয়ে এসেছে। এ ফিচার বেশ কয়েক বছর ধরে অ্যান্ড্রয়েড ফোনে রয়েছে। এর মধ্যে তুলনামূলক সাশ্রয়ী দামের অ্যান্ড্রয়েড স্মার্টফোনেও রয়েছে ফিচারটি। আইফোন এবার প্রথমবারের মতো ১২ মেগাপিক্সেলের সীমা ছাড়িয়েছে। অ্যাপল ফোন ১৪ প্রো ডিভাইসে যুক্ত করেছে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা।


কিন্তু হালের স্যামসাং, ওয়ানপ্লাস অপো, শাওমি, রিয়েলমির মতো অ্যান্ড্রয়েডনির্ভর ব্র্যান্ডগুলো মেগাপিক্সেলে ৪৮-এর ঘর ছাড়িয়েছে আগেই। কিন্তু ছোট ক্যামেরা সেন্সরে বেশি পিক্সেল যুক্ত করায় প্রতিটি পিক্সেলে যথেষ্ট আলো পাওয়া কঠিন হয়ে পড়ে। এতে ছবির মান কমে যায়।


এ সমস্যার সমাধানে বেশ কিছু পিক্সেলকে একত্র করে একটি পিক্সেলের মতো সমন্বিত করে, যা 'পিক্সেল বিনিং' নামে পরিচিত। অ্যান্ড্রয়েডে হরহামেশাই এ ফিচার দেখা যায়। এ ছাড়া ভিডিও স্ট্যাবিলাইজেশন, অলওয়েজ-অন ডিসপ্লের মতো ফিচারও প্রথমবারের মতো আইফোনে যুক্ত হলেও অ্যান্ড্রয়েডে এগুলো আগে থেকেই রয়েছে।

কোন মন্তব্য নেই