এডিট করা যাবে টুইট - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

এডিট করা যাবে টুইট

 
ফেসবুক, ইনস্টাগ্রামের মতো টুইটারেও যুক্ত হলো এডিট বাটন। ফলে চাইলে ব্যবহারকারীরা টুইট সম্পাদনা করতে পারবেন। ব্যবহারকারী চাইলে ৩০ মিনিটের মধ্যে পাঁচবার পর্যন্ত টুইট সম্পাদনা করতে পারবেন। এ ক্ষেত্রে একবার একটি টুইট করে পরে সেটি পরিবর্তন করে অর্থ পাল্টে দেওয়া সম্ভব হবে। এদিকে কোনো টুইটে কী সম্পাদনা করা হলো, সেটি অন্য ব্যবহারকারীরা দেখতে পারবেন কিনা তা স্পষ্ট করেনি টুইটার কর্তৃপক্ষ। ফেসবুকের স্ট্যাটাস যেমন সংশোধন করলে ব্যবহারকারীরা চাইলে জেনে নিতে পারেন আগের স্ট্যাটাস কী ছিল এবং কী এডিট করা হয়েছে। এতে বিভ্রান্তি ও তথ্য বিকৃতি এড়ানো সম্ভব। অনেকেই বলছেন, সংশোধনী দেখার সুবিধা না থাকলে এর অপব্যবহার হতে পারে। এতে গুজব এবং ভুয়া তথ্য ছড়ানোর শঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। নতুন ফিচারটি চলতি মাসের শেষের দিকে নিউজিল্যান্ডে চালু করা হবে। পরে ব্লু সাবস্ট্ক্রাইবার তথা অর্থ খরচের মাধ্যমে টুইটার ব্যবহারের সুযোগ এমন তিনটি দেশ অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাষ্ট্রে চালু হতে পারে। হ প্রযুক্তি প্রতিদিন ডেস্ক

কোন মন্তব্য নেই