দুই কোম্পানির অস্বাভাবিক দর, ডিএসইর সতর্কবার্তা
অস্বাভাবিক হারে দর বাড়ার কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শোকজের কবলে পড়েছে তালিকাভুক্ত দুই কোম্পানি। কোম্পানিগুলো হলো- জেএমআই হসপিটাল এবং সোনালী আঁশ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা যায়।
সূত্রমতে, এই দুই কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি কোম্পানি দুটিকে নোটিশ পাঠায় ডিএসই। এর জবাবে কোম্পানি দুটির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটি দুটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ছে।
বাজার পর্যবেক্ষনে দেখা যায়, গত ১৪ আগস্ট জেএমআই হসপিটালের শেয়ারদর ছিল ৭১ টাকা ৫০ পয়সা। আজ ১৩ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ১০৫ টাকা ১০ পয়সায়। অর্থাৎ এই ২২ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩৩ টাকা ৬০ পয়সা বা ৩২ শতাংশ।
এদেক, ডিএসইতে গত ১৪ আগস্ট সোনালী আঁশ লিমিটেডের শেয়ারদর ছিল ৪৪৪ টাকা ৬০ পয়সা। আজ ১৩ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারদর ৬৫১ টাকা ৪০ পয়সায়। এই ২২ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২০৬ টাকা ৬০ পয়সা বা ৪৬.৫১ শতাংশ।
আলোচ্য সময়ে কোম্পানি দুটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

কোন মন্তব্য নেই