ব্রিটেনের সঙ্গে 'তিক্ত সম্পর্ক' ভুলে রানির মৃত্যুতে পুতিনের 'আবেগপূর্ণ' বার্তা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ব্রিটেনের সঙ্গে 'তিক্ত সম্পর্ক' ভুলে রানির মৃত্যুতে পুতিনের 'আবেগপূর্ণ' বার্তা

 

ব্রিটেনের প্রধানমন্ত্রী রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 



রাশিয়ার সঙ্গে ব্রিটেনের সম্পর্কটা বেশ তিক্ত। ইউক্রেনে রাশিয়া হামলা করার পর এই তিক্ততা বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ৷ তবে সব ভুলে ব্রিটিশ রানির মৃত্যুতে শোক জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ 


রাশিয়ার গণমাধ্যমগুলো জানিয়েছে, ব্রিটিশ নতুন রাজা তৃতীয় চার্লসের কাছে পাঠানো বার্তায় পুতিন বলেছেন, রানি বিশ্বে ভালোবাসা, সম্মান পেয়েছেন। 


তিনি নতুন রাজাকে আরও বলেছেন, এই কঠিন মুহূর্তে আপনার জন্য (শোক সইবার) শক্তি সাহস কামনা করছি। এটি একটি অপূরণীয় ক্ষতি। 


তিনি আরও বলেছেন, আমি অনুরোধ করছি রাজপরিবার ও ব্রিটিশ জনগনের কাছে আমার সমবেদনা পৌঁছে দেবেন৷ 


সূত্র: আল জাজিরা

কোন মন্তব্য নেই