মেটার কর্মী ছাঁটাই ও ব্যয় সাশ্রয় চায় শেয়ারহোল্ডাররা
ফেসবুকের প্যারেন্ট প্রতিষ্ঠান মেটার কর্মী বহর কমানো এবং ব্যয় সংকোচন করতে চায় শেয়ারহোল্ডাররা। মেটার প্রধান নির্বাহী (সিইও) মার্ক জাকারবার্গকে এক খোলা চিঠিতে এমন কথা বলে প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডার আল্টিমিটার ক্যাপিটাল ম্যানেজমেন্ট। খবর রয়টার্স।
এরই মধ্যে ব্যয় বেড়ে যাওয়া এবং মেটাভার্সে মনোযোগে প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের আস্থা হারিয়ে ফেলেছে, প্রযুক্তিনির্ভর হেজ ফান্ডটির দশমিক ১ শতাংশ অংশীদার এ কথা জানিয়েছে এবং তিন ধাপের পরিকল্পনারও পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
আল্টিমিটার জানিয়েছে, যদি কর্মী সংখ্যা ২০ শতাংশ কমিয়ে আনে তাহলে আয় দ্বিগুণ বেড়ে দাঁড়াবে ৪ হাজার কোটি ডলারে। সেই সঙ্গে মূলধন খরচ কমাতে হবে বছরে ৫০০ কোটি থেকে আড়াই হাজার কোটি ডলার। আর বর্তমানে যেখানে বিনিয়োগ রয়েছে ১ হাজার কোটি ডলার সেটা কমিয়ে আনতে হবে ৫০০ কোটি ডলারে।
মেটাভার্স তৈরির জন্য সারা বিশ্বে হাজার হাজার কোটি ডলার খরচ করে প্রচুর কর্মী নিয়োগ দিয়েছে মেটা, সেখানে বর্ধিত ও ভার্চুয়াল রিয়ালিটি প্রযুক্তি ব্যবহার করে সবকিছু আরো বেশি বাস্তবমুখী করা হয়। কিন্তু প্রতিষ্ঠানের স্বপ্ন ভেঙে পড়তে খুব একটা দেরি হয় না। বর্ধিত বা ভার্চুয়াল রিয়ালিটির জগতে যেটা ঠিকঠাক কাজ করছিল তার কারণে ক্রমাগত ক্ষতির মুখে পড়ে প্রতিষ্ঠানটি। প্রথম ছয় মাসেই প্রতিষ্ঠানটির ক্ষতি হয় ৫৮০ কোটি ডলার।

কোন মন্তব্য নেই