সাইবার অপরাধের পরিধি বাড়াবে মেটাভার্স
প্রযুক্তিজগতে বর্তমানে অন্যতম আলোচ্য বিষয় মেটাভার্স। ভার্চুয়াল রিয়েলিটিভিত্তিক এ প্লাটফর্ম তৈরিতে মেটা ঢালাওভাবে অর্থ ব্যয় করছে। অন্যান্য অনেক প্রযুক্তিপ্রতিষ্ঠান এতে যুক্ত হওয়ার জন্য প্রস্তুতিও নিচ্ছে। তবে সম্প্রতি প্লাটফর্মটির বিষয়ে সতর্ক করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। প্লাটফর্মটি বাস্তব দুনিয়ার পাশাপাশি অনলাইনে সাইবার হামলার অন্যতম জগতে পরিণত হবে। খবর টেকরাডার।
ইন্টারপোলের প্রযুক্তি ও উদ্ভাবন বিভাগের নির্বাহী পরিচালক মাদান ওবেরয় জানান, সদস্য দেশগুলো এরই মধ্যে মেটাভার্সের সম্ভাব্য অপরাধের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং সমাধানের বিষয়ে এগিয়ে আসছে। অপরাধ সংঘটনের জন্য মেটাভার্স বিভিন্নভাবে ব্যবহার হতে পারে। এর মধ্যে কোনো কোনো অপরাধ প্লাটফর্মের জন্য একেবারেই নতুন হবে। আবার কোনো কোনো অপরাধ এ প্লাটফর্মের মাধ্যমে অন্য স্তরে পৌঁছে যাবে।
অগমেন্টেড রিয়েলিটি (এআর) আর ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) প্রযুক্তির সংশ্লিষ্টতায় অনলাইনে ধোঁকাবাজি ও প্রতারণার কৌশলেও পরিবর্তন আসতে পারে এবং এক্ষেত্রে শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে বলে মনে করেন ওবেরয়। তার মতে, ভার্চুয়াল রিয়েলিটি বাস্তব জগতের অপরাধগুলোকে আরো সহজ করে দিতে পারে।
তিনি বলেন, কোনো সন্ত্রাসী দল যদি বাস্তবে পৃথিবীর কোনো স্থাপনায় হামলা চালাতে চায়, তাহলে এর আগে তারা ভার্চুয়াল জগতে এ-সংক্রান্ত পরিকল্পনা ও অনুশীলন করতে পারবে।
অদূরভবিষ্যতে সন্ত্রাসী দলগুলো তাদের প্রচার, নতুন সদস্য সংগ্রহ এবং হামলার প্রশিক্ষণের কাজে ভার্চুয়াল জগৎ ব্যবহার করতে পারে বলে এ মাসের শুরুতেই সতর্কবার্তা দিয়েছে ইউরোপোল। সংস্থাটি বলছে, ব্যবহারকারীরা উগ্রপন্থী নিয়ম-নীতি পরিচালিত নতুন ভার্চুয়াল দুনিয়াও তৈরি করতে পারে এ প্রযুক্তির মাধ্যমে।
২০২১ সাল থেকেই আন্তর্জাতিক প্রযুক্তি খাতে নতুন বাজওয়ার্ড হিসেবে আত্মপ্রকাশ করেছে মেটাভার্স। এ ভার্চুয়াল জগত্গুলোতে ইন্টারনেট প্রযুক্তির ভবিষ্যৎ দেখছেন বিনিয়োগকারী ও প্রথম সারির প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর প্রধানসহ প্রযুক্তিবিদরা। নয়া প্রযুক্তি ভাবনাকে পুঁজি করে সামনে এগোতে ২০২১ সালের অক্টোবরেই নাম পাল্টে মেটা প্লাটফর্মস ইনকরপোরেটেড হয়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক। বর্তমানে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম সবই এর অধীনে।
মেটাভার্স ভাবনাকে ঘিরে বড় পরিসরে প্রচারণা চালাচ্ছে মেটা। এ খাতে এরই মধ্যে হাজার কোটি ডলার বিনিয়োগ করেছে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠানটি। উদ্যোক্তা ও নির্মাতারা এ ভার্চুয়াল জগৎ নিয়ে যে প্রচার চালিয়েছেন তার খুব সামান্যই বাস্তবে রূপ নিচ্ছে। এরই মধ্যে বিনিয়োগকারীদের সমর্থন হারাচ্ছে মেটার ভার্চুয়াল জগৎ হরাইজন ওয়ার্ল্ডস। গত বছরে ব্লকচেইনভিত্তিক ভার্চুয়াল জমি আর ডিজিটাল সম্পদ কিনতে ব্যবহারকারীদের মধ্যে আগ্রহ থাকলেও বছর ঘুরতে না ঘুরতেই ভাটা পড়েছে তাতে। সেই সঙ্গে নির্ধারিত সময়ে মেটা যে পরিমাণ ব্যবহারকারী বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সেখান থেকেও পিছিয়ে গেছে প্লাটফর্মটি।

কোন মন্তব্য নেই