মোবাইল অ্যাপ আনার ঘোষণা হাইপের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মোবাইল অ্যাপ আনার ঘোষণা হাইপের


নতুন একটি মোবাইল অ্যাপ আনার ঘোষণা দিয়েছে মিউজিক স্টার্টআপ হাইপ। এ অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা মোবাইলে মিউজিক তৈরি এবং রিমিক্সিং টুল হিসেবে ব্যবহার করতে পারবে। খবর টেকক্রাঞ্চ।


বর্তমানে কনটেন্ট ক্রিয়েটর অর্থনীতির আকার ১০ হাজার কোটি ডলার ছাড়িয়েছে। বিশ্বব্যাপী পাঁচ কোটি ব্যবহারকারী আকৃষ্টের চেষ্টা করছে হাইপ।


প্রতিবেদনে বলা হয়, অ্যাপস লাইব্রেরি থেকে মিউজিক নিয়ে আসল গান তৈরি করার সুযোগ দেয় হাইপ। বেজ, লিড গিটার, স্ট্রিং ড্রামস ও পিয়ানোর মতো যন্ত্র যোগ অথবা তাদের গানের ভয়েস রেকর্ডিং করে কাস্টমাইজও করে হাইপ। ফলে ব্যবহারকারীরা গানের ধরন এবং নিজের রুচিমতো গান পছন্দ করতে সক্ষম হয়।



শিগগিরই যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা মোবাইল অ্যাপটি ব্যবহার করতে পারবে বলেও জানায় হাইপ। অ্যাপটি স্প্রিং ২০২৩-এর জন্য নির্ধারিত হয়েছে এবং অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে এটি ব্যবহার করা যাবে।


সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে শেয়ার করার পাশাপাশি ব্যবহারকারীরা তাদের পছন্দের ছবি বা ভিডিওর ব্যাকগ্রাউন্ড হিসেবে অ্যাপটিতে তাদের তৈরি কনটেন্ট শেয়ার করতে পারবে। ম্যাক্স রেনার্ড, অ্যান্থনি কেনেডি শ্রীভার ও আলেকজান্ডার ডেসাউয়ার নিউইয়র্ক ভিত্তিক মিউজিক স্টার্টআপটি চলতি বছর প্রতিষ্ঠা করে। ইন-অ্যাপ বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে সবার জন্য উন্মুক্ত রাখা হচ্ছে অ্যাপটি। তবে বিজ্ঞাপনমুক্ত প্রিমিয়াম সুবিধা পেতে মাসিক ৯৯ সেন্ট থেকে ২৯ ডলার ৯৯ সেন্টের বিভিন্ন প্যাকেজ নিতে পারবে গ্রাহক।

কোন মন্তব্য নেই