ভারতে আর্থিক পরিষেবা ব্যবসা গুটিয়ে নিয়েছে শাওমি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ভারতে আর্থিক পরিষেবা ব্যবসা গুটিয়ে নিয়েছে শাওমি


চালু হওয়ার চার বছরের মাথায় ভারতে আর্থিক পরিষেবা ব্যবসা গুটিয়ে নিচ্ছে শাওমি। স্থানীয় সময় আজ শুক্রবার চীনা কোম্পানিটির এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্স।


শাওমি ইন্ডিয়ার এক মুখপাত্র জানান, আমাদের বার্ষিক কৌশলগত কার্যক্রম মূল্যায়নের অংশ হিসেবে এমআই ফাইন্যান্সিয়াল সার্ভিসেস পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছে। চলতি বছরের মার্চেই এ সেবা বন্ধ হয়ে গিয়েছে বলে নিশ্চিত করেন তিনি। 


শাওমির এমআই পে অ্যাপ এখন থেকে ভারতের ন্যাশনাল পেমেন্টস করপোরেশন অব ইন্ডিয়ায় (এনপিসিআই) পাওয়া যাবে না। তৃতীয় পক্ষের ইউনিফায়েড পেম্যান্টস ইন্টারফেস (ইউপিআই) অ্যাপ হিসেবে পরিচিত বিভিন্ন পেমেন্ট প্লাটফর্মের কার্যক্রম তদারকি করে থাকে ভারতের এনপিসিআই। 



কয়েকদিন আগে এমআই ক্রেডিট পরিষেবা প্রত্যাহার করে নিয়েছিল শাওমি। ঋণদাতাদের দ্রুত ঋণ দিতে এ অ্যাপ ব্যবহৃত হচ্ছিল। 


চীনের পর শাওমির সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজার ছিল ভারত। কিন্তু নয়াদিল্লী ও বেইজিংয়ের তিক্ততার জেরে সম্প্রতি ভারতে একের পর এক তদন্তের মুখোমুখি হচ্ছে শাওমি। কর ফাঁকির অভিযোগে গত এপ্রিলে শাওমির ৬৭ কোটি ৬০ লাখ ডলারের সম্পদ জব্দ করে ভারতের তদারকি সংস্থা। 


২০২০ সালে সীমান্তে সংঘর্ষের জেরে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধিতে ভারতে ব্যবসা চালিয়ে নিতে অনেক চীনা কোম্পানিই হিমশিম খাচ্ছে। নিরাপত্তা অজুহাতে তিন শতাধিক চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। 

কোন মন্তব্য নেই