শ্রীরামের মতে, বাংলাদেশকে ভালো দল বানানো সম্ভব
সৌম্য সরকারের জাতীয় দলে শুরুটা ছিল অসাধারণ। সেই সৌম্য ভুল পথে বহুদূর হেঁটে গেছেন। নাজমুল শান্তর প্রতিভা নিয়ে খুব কম মানুষের প্রশ্ন ছিল। ঘরোয়া ক্রিকেট এবং কিছু আন্তর্জাতিক ম্যাচেও তিনি দক্ষতা দেখিয়েছেন। কিন্তু সেরাটা থেকে এখনও তারা বেশ দূরে।
বাংলাদেশ টি-২০ দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম মনে করছেন, টি-২০ ফরম্যাটে বাংলাদেশকে ভালো দল বানানো সম্ভব। শান্ত-রাব্বি-ফিজদের দক্ষতা আছে। কিছু এদিক-ওদিক করতে হবে। কিছু বাড়াতে হবে। তাহলেই ভবিষ্যতে ভালো ক্রিকেট খেলবে তারা।
জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে শ্রীরাম বলেন, ‘জানি না আপনারা দলের কাছে কী প্রত্যাশা করছেন। তবে আমাদের প্রত্যাশা নিয়ে আমরা খুবই পরিষ্কার। আমরা এই দলটাকে ভবিষ্যতে খেলাতে চাই। তাদের দক্ষতা আছে। যদি আরও কিছু এদিক-ওদিক করে দক্ষতা যুক্ত করা যায় ভবিষ্যতে তাদের সত্যিই ভালো দল বানানো সম্ভব।’
টি-২০ দলের দায়িত্ব নিয়ে শ্রীরাম বেশ কিছু কাজ করেছেন। তরুণ ক্রিকেটারদের মাথায় হাত রেখেছেন, তাদের প্রস্তুত করার পরিকল্পনা নিয়েছেন। তার মতে, বিশ্ব ক্রিকেটের মানদণ্ডে তার দলের ক্রিকেটারদের অবস্থান কোথায় সেটা খেলোয়াড়রা বুঝতে পেরেছেন।
টেকনিক্যাল কনসালটেন্ট বলেন, ‘দলের কাছে আপনাদের প্রত্যাশা আসলে কী? আমার মনে হয়, আমরা একটা দল প্রস্তুত করছি। দল প্রস্তুত করার জন্য আমরা ভালো কাজ করেছি। বিশ্ব ক্রিকেটের তুলনায় আমাদের ক্রিকেটাররা কোথায় আছে সেটা ওরা বুঝতে পারছে। কোথায় যেতে হবে সেটাও এখন ওরা জানে। অল্প সময়ের মধ্যে এই শিক্ষাটাও ভালো প্রাপ্তি।’

কোন মন্তব্য নেই