অ্যাপল স্টোরে পুনরায় মাইক্রোসফটের সুইফটকি চালু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অ্যাপল স্টোরে পুনরায় মাইক্রোসফটের সুইফটকি চালু


অ্যাপলের অ্যাপ স্টোরে পুনরায় ভার্চুয়াল কি-বোর্ড অ্যাপ্লিকেশন সুইফটকি চালু করেছে মাইক্রোসফট। গ্রাহক বা ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতেই অ্যাপটি ফিরিয়ে এনেছে প্রযুুক্তি জায়ান্টটি। খবর গ্যাজেটস নাউ।


এক বিবৃতিতে মাইক্রোসফটের কেইটলিন রউলস্টন বলেন, গ্রাহকদের মতামতের পরিপ্রেক্ষিতে সুইফটকির আইওএস ভার্সন পুনরায় অ্যাপ স্টোরে ফিরিয়ে আনা হয়েছে। কিবোর্ড-সংক্রান্ত বিস্তারিত জানার জন্য ব্যবহারকারীদের ওয়েবসাইট ভিজিটের আহ্বানও জানিয়েছেন তিনি। অ্যাপ স্টোরে পুনরায় যুক্ত হলেও ২০২১ সালের ১১ আগস্ট অ্যাপটিতে যে আপডেট দেয়া হয়েছিল সেটি চালু করা হয়েছে।


মাইক্রোসফটের ভাইস প্রেসিডেন্ট এবং ওয়াননোট ও অফিস প্রোডাক্ট গ্রুপের জেনারেল ম্যানেজার বিষ্ণু নাথ বলেন, স্টোরে মাইক্রোসফটের টিম কী এনেছে সে সম্পর্কে জানতে সঙ্গেই থাকুন। প্রতিষ্ঠানটির ম্যাপ ও লোকাল সার্ভিসেস বিভাগের চিফ টেকনিক্যাল অফিসার পেদ্রাম রেজাইয়ের তথ্যানুযায়ী, কোম্পানি কি-বোর্ডের উন্নয়নে বড় বিনিয়োগ করবে। চলতি বছরের সেপ্টেম্বরে প্রযুক্তি জায়ান্টটি এক ঘোষণায় জানায়, আইওএস ডিভাইসের জন্য সুইফটকির সাপোর্ট বন্ধ করে দেবে। পাশাপাশি ৫ অক্টোবর অ্যাপল স্টোর থেকে অ্যাপটি অপসারণ করবে। ব্যবহারকারীদের ক্রমাগত অভিযোগের মুখে প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্ত নিয়েছিল।

কোন মন্তব্য নেই