তদন্তের মুখে অ্যাপল ও গুগলের ব্রাউজিং আধিপত্য - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

তদন্তের মুখে অ্যাপল ও গুগলের ব্রাউজিং আধিপত্য


মোবাইল ব্রাউজারের পাশাপাশি ক্লাউড গেমিং খাতে অ্যাপল ও গুগলের আধিপত্য তদন্তের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের বাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। খবর দ্য হিন্দু।


গত বছর কম্পিটিশন অ্যান্ড মার্কেটস অথরিটির (সিএমএ) এক বাজার গবেষণা প্রতিবেদনে দেখা যায়, মোবাইল ডিভাইসের অপারেটিং সিস্টেম, অ্যাপ স্টোর আর ওয়েব ব্রাউজিংয়ের বাজারে একচ্ছত্র আধিপত্য করছে গুগল ও অ্যাপল।


সিএমএর অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী সারাহ কার্ডেলের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের ভোক্তাদের সেরা মোবাইল ডাটানির্ভর সেবাপ্রাপ্তি নিশ্চিতে ও সফটওয়্যার নির্মাতাদের উদ্ভাবনী নতুন অ্যাপে বিনিয়োগের সুযোগ নিশ্চিত করতে চায় সংস্থাটি।


কার্ডেল বলেন, যুক্তরাজ্যের অনেক ব্যবসাপ্রতিষ্ঠান এবং ওয়েব ডেভেলপার আমাদের জানায়, অ্যাপল-গুগলের আরোপিত সীমাবদ্ধতার কারণে তারা পিছিয়ে পড়ছে বলে মনে করছেন। কেবল যুক্তরাজ্যেই আট লাখ মানুষ ক্লাউড গেমিং সেবা ব্যবহার করে বলে জানিয়েছে সিএমএ। ২০২১ সালে দেশটির ভূখণ্ড থেকে মোবাইল ওয়েব ব্রাউজারের মাধ্যমে যত অনুসন্ধান চালানো হয়েছে তার ৯৭ শতাংশ ছিল অ্যাপল-গুগলের সফটওয়্যার নির্ভর।


বাজার পরিস্থিতি নিয়ে গুগলের দাবি, বাজারের অন্য যেকোনো মোবাইল প্লাটফর্মের চেয়ে বেশি অ্যাপ আছে তাদের অ্যান্ড্রয়েড প্লাটফর্মে। অ্যান্ড্রয়েড ডেভেলপারদের পছন্দমতো ব্রাউজার ইঞ্জিন বেছে নেয়ার সুযোগ দিয়েছে এবং লাখো অ্যাপের লঞ্চপ্যাড হিসেবে কাজ করেছে।


অন্যদিকে অ্যাপলের দাবি, তারা প্রাণবন্ত ও প্রতিযোগিতামুখী বাজারে বিশ্বাস করে, যেখানে উদ্ভাবনী শক্তি প্রতিষ্ঠিত হয়। অ্যাপলের অ্যাপ স্টোরে কয়েক লাখ ডেভেলপার তাদের ভাবনাকে কার্যকর অ্যাপে রূপ দিতে পেরেছেন এবং এতে যুক্তরাজ্যেই হাজারো কর্মসংস্থানের সুযাগ তৈরি হয়েছে বলে দাবি আইফোন নির্মাতার।

কোন মন্তব্য নেই