ভুয়া তথ্য ও পোস্ট অপসারণে হিমশিম খাচ্ছে টুইটার
এপি নিউজ প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, যারা ছাঁটাই হয়নি তারা ও অধিকার রক্ষায় আন্দোলনকারী গ্রুপ সমস্যা মোকাবেলায় বিভিন্ন প্রতিবন্ধকতার বিভিন্ন তথ্য জানাচ্ছে। এদের মধ্যে মাইক্রোব্লগিং প্লাটফর্মটিকে ঘৃণিত বক্তব্য ও ভুয়া তথ্য থেকে যারা রক্ষা করে তারাও রয়েছে।
অধিগ্রহণের পর ইলোন মাস্ক এরই মধ্যে ফ্রন্টলাইন কনটেন্ট মডারেশন বিভাগের ১৫ শতাংশ কর্মীকে অব্যাহতি দিয়েছেন। একজন মুখপাত্রের তথ্যানুযায়ী, প্রতিষ্ঠানজুড়ে যে ৫০ শতাংশ কর্মসংস্থানের সুযোগ কমানো হচ্ছে এটি তারই অংশ। কর্মীরা জানান, গণহারে ছাঁটাইয়ের আগে প্রস্তুতি গ্রহণে ব্যবস্থা নেয়া হয়েছিল। আর্টিকেলের তথ্যানুযায়ী, নির্দিষ্ট অ্যাকাউন্ট, আচরণ ও ডিজিটাল হিস্ট্রির সঙ্গে সম্পৃক্ত কর্মীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে।
কেউ উদ্দেশ্যজনকভাবে কোনো কিছু ব্যবহার করছে কিনা সেটি সম্পর্কে জানা এবং এগুলো রোধে ব্যবস্থা গ্রহণের জন্য ছাঁটাই করা জরুরি ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এক ঘোষণায় প্রতিষ্ঠানটি জানায়, ক্রান্তিকাল চলমান থাকায় অভ্যন্তরীণ ঝুঁকি কমাতে কিছু টুলস ব্যবহারও সীমিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের সময় টুইটারের এসব পরিবর্তন সামগ্রিকভাবে উদ্বেগ তৈরি করছে। এরই মধ্যে লাখো মার্কিন অধিবাসী তাদের প্রথম ভোটাধিকার প্রয়োগ করেছেন। আরো অধিবাসী মধ্যবর্তী নির্বাচনে তাদের ভোট দেবেন বলে আশা সংশ্লিষ্টদের। নির্বাচন পর্যবেক্ষণে দায়িত্বরতদের আশা মাইক্রোব্লগিংয়ের প্লাটফর্মটি সব ধরনের ঘৃণিত বক্তব্য, ভুয়া তথ্য ও সন্দেহ মোকাবেলায় প্রস্তুত।
নির্বাচনের আগে গবেষকরা বর্তমানে ভুল তথ্য অনুসরণের চেষ্টা করছেন। এরই মধ্যে তারা নির্বাচন সম্পর্কিত তিনটি ভুল তথ্যসংবলিত পোস্টের বিষয়ে টুইটারকে অবহিত করেছে। কিন্তু তিনদিন পরও পোস্টগুলো অপসারণ করা হয়নি। কমন কজের গবেষকরা এসব পোস্টের বিষয়ে জিজ্ঞাসা করলে টুইটার জানায়, এগুলো এখনো পর্যবেক্ষণের মধ্যে রয়েছে। সংস্থাটির ক্যাম্পেইন বিভাগের ভাইস প্রেসিডেন্ট জেসি লিটলউড বলেন, ইলোন মাস্কের অধিগ্রহণের আগে প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করলে আরো দ্রুত উত্তর পাওয়া যেত।
গ্রুপটি জানায়, ৪ হাজার ৪০০ কোটি ডলারে অধিগ্রহণ সম্পন্ন হওয়ার আগে তারা টুইটারের কর্মীদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করতেন। অধিগ্রহণের পর তাদের একটি জেনেরিক ই-মেইল থেকে উত্তর দেয়া হয়। লিটলউড জানান, এ পরিবর্তনগুলো সম্পন্ন হওয়ার আগে কয়েক ঘণ্টার মধ্যেই তারা যেকোনো বিষয়ের সিদ্ধান্ত জানতে পারতেন। বর্তমান যা হচ্ছে বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই।
ছাঁটাই কার্যক্রমের অংশ হিসেবে ইলোন মাস্ক এরই মধ্যে মার্কেটিং, যোগাযোগ ও এডিটিং সংশোধনের সঙ্গে জড়িতদের অব্যাহতি দিয়েছেন। টুইটারে ব্যবহারকারীরা যা দেখে, এ বিভাগের কর্মীরা সেগুলো দেখভাল করেন। অধিগ্রহণের পর ইউটিউব তারকাদের আকর্ষণের চেষ্টা চালাচ্ছেন মাস্ক। সম্প্রতি প্লাটফর্মের নির্মাতাদের জন্য উপার্জনের সুযোগ চালুর কথা জানিয়েছেন বিশ্বের অন্যতম এ ধনী।

কোন মন্তব্য নেই