নতুন অ্যাকসেসিবিলিটি মোড নিয়ে কাজ করছে অ্যাপল
আইওএস অপারেটিং সিস্টেমের জন্য নতুন একটি কাস্টম অ্যাকসেসিবিলিটি মোড নিয়ে কাজ করছে কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। নাইনটুফাইভ ম্যাক প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, আইওএস ১৬.২-এর বেটা ভার্সনে এর অস্তিত্ব মিলেছে।
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটির তথ্যানুযায়ী, এ মোডের মাধ্যমে আইফোন ও আইপ্যাড ব্যবহারের জন্য একটি পরিবর্তনযোগ্য উপায় পাবে ব্যবহারকারীরা। অর্থাৎ বিভিন্ন আইওএস ডিভাইস সহজে ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীরা এর কয়েকটি সেটিং নিজেদের পছন্দানুযায়ী সাজাতে পারবে।
প্রতিবেদনে বলা হয়, নতুন মোডের মাধ্যমে ব্যবহারকারীরা ইউজার ইন্টারফেস, বড় আকারের টেক্সট, হোম স্ক্রিনে থাকা বিভিন্ন অ্যাপ, কন্টাক্ট ও হার্ডওয়্যার বাটন নতুন করে সাজিয়ে নিতে পারবে।
প্রতিবেদনের সঙ্গে প্রকাশিত স্ক্রিনশটে আকারে বড় বিভিন্ন অ্যাপ আইকন, ব্যাক বাটন ও মেসেজেস অ্যাপে তুলনামূলক সহজ একটি ইউআই চালু করার পদ্ধতি ব্যবহারকারীদের সামনে উপস্থাপন করা হয়েছে।
দ্য ভার্জ প্রকাশিত আরেক প্রতিবেদন অনুযায়ী, কাস্টম অ্যাকসেসিবিলিটি মোড চালু হলে আইওএসের চমকপ্রদ বিভিন্ন ফিচারের তালিকায় এটি যুক্ত হবে। নাইনটুফাইভ ম্যাক জানায়, তারা আইওএস ১৬.২ বেটার দ্বিতীয় সংস্করণে এ মোডের বিষয়ে জানতে পেরেছে। তবে এটি অন্যান্য ফিচারের মতো এখনই বেটা পরীক্ষকদের জন্য চালু করা হবে না, যা থেকে এটি অনুমেয় যে ফিচার বা মোডটি সহসাই উন্মোচন করবে না অ্যাপল। এ বিষয়ে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই