কম্প্যানিয়ন মোডের পরীক্ষা চালাচ্ছে হোয়াটসঅ্যাপ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কম্প্যানিয়ন মোডের পরীক্ষা চালাচ্ছে হোয়াটসঅ্যাপ


ব্যবহারকারীদের সুবিধার্তে প্রতিনিয়ত নতুন ফিচার নিয়ে কাজ করছে মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। এরই মধ্যে অ্যান্ড্রয়েড, আইওএস ও ওয়েব ভার্সনে প্লাটফর্মটি সচল রয়েছে। এবার অ্যান্ড্রয়েড ট্যাবলেট ডিভাইসে সার্ভিস চালুর লক্ষ্যে কম্প্যানিয়ন মোডের পরীক্ষা চালাচ্ছে হোয়াটসঅ্যাপ। খবর গ্যাজেটস নাউ।


নতুন মোডের মাধ্যমে ব্যবহারকারীরা সেকেন্ডারি ফোন নাম্বার ছাড়াই অ্যাপে প্রবেশ করতে পারবে। প্রতিষ্ঠানটি শিগগিরই গুগল প্লে বেটা প্রোগ্রামের আওতায় অ্যাপের আপডেট ভার্সন চালু করতে যাচ্ছে, যেখানে হোয়াটসঅ্যাপ ফর ট্যাবলেট ফিচারটি থাকবে। ফিচারটি এখনই পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। পাশাপাশি নির্দিষ্টসংখ্যক বেটা পরীক্ষক এটি ব্যবহার করতে পারছেন। ভবিষ্যতে আরো ব্যবহারকারীর কাছে হোয়াটসঅ্যাপের কম্প্যানিয়ন ফিচারটি পৌঁছে যাবে।



বর্তমানে এলটিই সংযোগসহ অ্যান্ড্রয়েড ট্যাবে হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য সেকেন্ডারি ফোন নাম্বারের প্রয়োজন হয়। এমনকি কেউ যদি অ্যান্ড্রয়েড ট্যাবলেট বা অন্য স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য প্রাইমারি নাম্বার ব্যবহার করে তাহলে মূল ডিভাইস থেকে স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাবে। ওয়াবেটাইনফো প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, বিদ্যমান অ্যাকাউন্টে নতুন ডিভাইস হিসেবে অ্যান্ড্রয়েড ট্যাবলেট যুক্ত করার জন্য হোয়াটসঅ্যাপ নতুন কম্প্যানিয়ন মোডের পরীক্ষা শুরু করেছে।

কোন মন্তব্য নেই