১১.১১ ক্যাম্পেইনে ইনফিনিক্সের আকর্ষণীয় অফার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

১১.১১ ক্যাম্পেইনে ইনফিনিক্সের আকর্ষণীয় অফার


আকর্ষণীয় ডিসকাউন্ট, ক্যাশব্যাকসহ বিভিন্ন অফার নিয়ে দারাজের ১১.১১ ক্যাম্পেইনে যোগ দিয়েছে স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনফিনিক্স। এবারের আয়োজনে ব্র্যান্ডটি  গোল্ড স্পন্সর হিসেবে থাকছে।


পঞ্চমবারের মতো নিজেদের সবচেয়ে বড় ইভেন্ট ১১.১১ ক্যাম্পেইনের আয়োজন করতে যাচ্ছে দেশের অন্যতম অনলাইন মার্কেটপ্লেস দারাজ। আজ শুরু হওয়া ক্যাম্পেইনটি ২১ নভেম্বর পর্যন্ত চলবে।


ক্যাম্পেইনে গ্রাহকদের জন্য মোট ৩ হাজার ৩০০ টাকা পর্যন্ত ছাড়ের সুবিধা দিচ্ছে ইনফিনিক্স। নির্দিষ্ট কিছু মডেলের স্মার্টফোন কিনে দারাজের গ্রাহকরা অফারগুলো উপভোগ করতে পারবে।


মাল্টিটাস্কিং বা কম সময়ে বেশি কাজ করায় আগ্রহী তরুণদের মধ্যে শুরু থেকেই বিভিন্ন ফিচারযুক্ত সাশ্রয়ী মূল্যের হ্যান্ডসেট বাজারজাত করে আসছে সেলফোন উৎপাদনকারী এ প্রতিষ্ঠান।


দারাজের ১১.১১ ক্যাম্পেইন থেকে ইনফিনিক্সের স্মার্টফোন কিনলে গ্রাহকরা ১৫ শতাংশ বা ২ হাজার ৩০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবে। এছাড়া ক্রেডিট কার্ড বা বিকাশ ব্যবহারকারীদের জন্য যথাক্রমে অতিরিক্ত ১০ শতাংশ ক্যাশব্যাক (১ হাজার টাকা পর্যন্ত) বা ১২ শতাংশ ক্যাশব্যাক (২০০ টাকা পর্যন্ত) পাওয়ার সুযোগও রয়েছে।


দারাজ থেকে নোট ১২ জি৯৬, নোট ১২ জি৮৮, হট ১২, হট ১২ প্লে, হট ১২ আই ও স্মার্ট ৬ প্লাস হ্যান্ডসেটগুলো কিনলেও গ্রাহকরা ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফারগুলো উপভোগ করতে পারবে।

কোন মন্তব্য নেই