পুরনো ডিজাইনে ফেরার সুযোগ দেবে না জিমেইল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পুরনো ডিজাইনে ফেরার সুযোগ দেবে না জিমেইল


চলতি মাস থেকেই ব্যবহারকারীদের জিমেইলের নতুন ইন্টারফেসে স্থানান্তর শুরু করেছে গুগল। সেই সঙ্গে আগের ডিজাইনে ফেরত যাওয়ার সুবিধা বন্ধ করে দিচ্ছে সার্চ ইঞ্জিন জায়ান্টটি। প্রাতিষ্ঠানিক এক ঘোষণার মাধ্যমে এ তথ্য জানা গেছে। খবর টেকক্রাঞ্চ।


সম্প্রতি এক ব্লগ পোস্টের মাধ্যমে জিমেইল ব্যবহারকারীদের পুরনো ইন্টারফেসে ফিরে যাওয়ার সুবিধা বন্ধ করার কথা জানিয়েছে প্রযুক্তি জায়ান্টটি। ফলে ম্যাটারিয়াল ডিজাইন ৩ ফন্ট ও গুগলের নিজস্ব টেক্সটেই ব্যবহারকারীদের মানিয়ে নিতে হবে।


জিমেইলের নতুন ইন্টারফেসকে সমন্বিত বলে আখ্যা দিচ্ছে গুগল। এতে মেইল, চ্যাট, স্পেসেস ও মিট পরিষেবার বাটন একত্রে স্ক্রিনের বাম পাশে ওপরের দিকে থাকবে। সেখান থেকে প্রয়োজন অনুযায়ী পরিষেবা চালু করা যাবে। আইকনগুলোর ওপর মাউস রাখলে ছোট পপ-আপ মেনু চালু হবে। একটি বাটন চাপলে নির্দিষ্ট পরিষেবাটি সামগ্রিকভাবে স্ক্রিনের সামনে চলে আসবে।


বাড়তি বাটন বিরক্তিকর মনে হলে ব্যবহারকারীরা সেটিংস মেনু থেকে মিট ও  চ্যাট সেবার বাটন দুটি বন্ধ করে রাখতে পারবে। ফলে ব্যবহারকারীর ডিভাইসে শুধু জিমেইল ইন্টারফেসটি থাকবে। ফেব্রুয়ারি থেকে গুগল জিমেইলের নতুন ইন্টারফেস নিয়ে কাজ শুরু করে। নতুন ইন্টারফেসের অভিষেকের পর থেকে প্রযুক্তি জায়ান্টটি কার্যত জোর করেই ব্যবহারকারীদের এটি ব্যবহারে বাধ্য করছে বলে দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে। বর্তমানে গুগল এ ইন্টারফেসে স্থায়ী হতে প্রস্তুত বলেও জানা গিয়েছে। জিমেইল ইন্টারফেসের সঙ্গে খাপ খাইয়ে নিতে ডকস, ক্যালেন্ডার ও শিটসের মতো ওয়ার্কস্পেস অ্যাপগুলোর পরিষেবায়ও বেশ পরিবর্তন এনেছে গুগল।

কোন মন্তব্য নেই