মুখের কথায় কোড লেখার সুবিধা দেবে গিটহাব
কিবোর্ডে টাইপ করার পরিবর্তে মুখের কথার মাধ্যমে প্রোগ্রামারদের কোড লেখার সুবিধা চালু করতে চায় গিটহাব। এ লক্ষ্যে কোপাইলট পরিষেবা গ্রহণকারীদের জন্য হেই, গিটহাব নামের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পন্ন পরীক্ষামূলক সেবা চালু করেছে প্রতিষ্ঠানটি। খবর গিকি গ্যাজেটস।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, হেই, গিটহাব পরিষেবাটি অ্যাপলের সিরি, অ্যামাজনের অ্যালেক্সা বা গুগল অ্যাসিস্ট্যান্টের মতো বাজারে প্রচলিত ভয়েস অ্যাসিস্ট্যান্টের আদলে কাজ করবে। চলতি বছরের শুরুতেই কোপাইলট চালু করেছে গিটহাব। এটি ব্যবহারে সাবস্ক্রাইবারদের প্রতি মাসে ১০ ডলার ফি দিতে হয়। প্রোগ্রামারের কোড এডিটরের মধ্যেই নতুন কোডের পরামর্শ দেয় কোপাইলট।
কোডের পাশাপাশি ভিজ্যুয়াল স্টুডিও কোড, নিওভিম এবং জেটব্রেইনের মতো ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে (আইডিই) টাইপ করার সময়ে কোডের পরবর্তী সম্ভাব্য লাইনও জানিয়ে দেয় এ কৃত্রিম বুদ্ধিমত্তা।
এক ব্লগপোস্টে নতুন ভয়েস অ্যাসিস্ট্যান্টের ভূমিকা ব্যাখ্যা করে গিটহাব জানায়, কণ্ঠস্বরের মাধ্যমে কোড লেখার সুবিধাটি ডেভেলপারদের কাছে আনতে পেরে আমরা আনন্দিত। বিশেষ করে যাদের টাইপ করতে সমস্যা হয় তাদের জন্য। আপাতত কেবল ভিএস কোডের মধ্যে কোডিং করার সময়েই কিবোর্ড ব্যবহারের প্রয়োজনীয়তা কমিয়ে আনবে হেই, গিটহাব। ভবিষ্যতে গবেষণা আর পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এর সক্ষমতা আরো বাড়ানোর প্রত্যাশাও ব্যক্ত করেছে প্লাটফর্মটি।
কথার মাধ্যমে কোড লেখার পাশাপাশি এর উপযোগিতা যাচাইয়ের ক্ষেত্রে হেই, গিটহাব কাজে আসবে বলে ভার্জ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে। কথা বলার মাধ্যমে প্রোগ্রামাররা আলাদা কোডের লাইন এক জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় নিতে পারবেন। এছাড়া রান দ্য প্রোগ্রাম বা টগল জেন মোডের মতো ভয়েস কমান্ড দিয়েই ভিজ্যুয়ালি স্টুডিও কোড নিয়ন্ত্রণ করা যাবে।
প্রোগ্রামারদের জন্য এ ভয়েস অ্যাসিস্ট্যান্ট নির্মাণের কাজটি করছে গিটহাব, নেক্সট। গবেষক ও প্রকৌশলীদের দলটি সফটওয়্যার নির্মাণের ভবিষ্যৎ নিয়ে অনুসন্ধান করছে। হেই, গিটহাব ফিচারটি পুরোপুরি বাণিজ্যিক পণ্য হিসেবে বাজারজাত করা হবে কিনা, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। তবে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছে গিটহাব কোপাইলটের লাইসেন্স বিক্রি করা হবে বলে প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে। আগ্রহীদের তালিকাও তৈরি করবে প্লাটফর্মটি।

কোন মন্তব্য নেই