সিঙ্গাপুরে প্রযুক্তি খাতে কর্মী ছাঁটাইয়ের হিড়িক - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সিঙ্গাপুরে প্রযুক্তি খাতে কর্মী ছাঁটাইয়ের হিড়িক


ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, উচ্চসুদের হার ও ক্রেতাদের সংকুচিত ব্যয়প্রবণতার ফলে সিঙ্গাপুরের শ্রমবাজার বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের মুখে পড়েছে। বৈশ্বিক অর্থনীতির বিরূপ প্রভাবে সিঙ্গাপুরসহ বিশ্বের অধিকাংশ দেশের প্রযুক্তি কোম্পানিগুলো একদিকে কর্মী নিয়োগ যেমন কমিয়েছে, তেমনি অনেক প্রতিষ্ঠান বাধ্য হয়ে ঢালাওভাবে কর্মী ছাঁটাইয়ের পথেও হাঁটছে। খবর এনডিটিভি।


সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল সংস্থা মেটা সাম্প্রতিক সময়ে বৈশ্বিক কর্মশক্তির ১৩ শতাংশ বা প্রায় ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। এই বড় ধরনের ছাঁটাইয়ের ঘটনা দেড় যুগ বয়সী প্রযুক্তি জায়ান্টটির সবচেয়ে বড় ছাঁটাই রেকর্ড, যেখানে প্রতিষ্ঠানটির সিঙ্গাপুরের এশিয়া-প্যাসিফিক সদর দপ্তরও রেহাই পায়নি। সংবাদমাধ্যমের তথ্যমতে, সিঙ্গাপুরের অফিসের এক হাজার কর্মচারীর মধ্যে কমপক্ষে ১০০ জন এ ছাঁটাইয়ের মুখে পড়েছেন, যাদের বেশির ভাগই প্রযুক্তি কর্মী ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার।


সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, ২০২১ সালে ১ লাখ ৭৭ হাজার ১০০ জন প্রবাসী কর্মী ‘কর্মসংস্থান পাসহোল্ডার’ পেয়েছেন, যার মধ্যে প্রায় ৪৫ হাজার কর্মী ভারতের। কর্মসংস্থান পাসহোল্ডার হলেন সর্বোচ্চ যোগ্য বিদেশী পেশাদার কর্মী, যারা সিঙ্গাপুরে কাজ করার অনুমতি পান। এসব কর্মীকে বাধ্যতামূলকভাবে প্রতি মাসে কমপক্ষে ৫ হাজার সিঙ্গাপুরি ডলার আয় করতে হয়।


সিঙ্গাপুরের শ্রমবাজারে যারা ছাঁটাইয়ের ভুক্তভোগী, তাদের মধ্যে অনেকেই কেবল মেটার কর্মী নন। অন্যান্য প্রযুক্তিপ্রতিষ্ঠানেও এ ঘটনা ঘটেছে। যেসব প্রযুক্তি জায়ান্ট সিঙ্গাপুরে আঞ্চলিক সদর দপ্তর করেছে, ভোক্তাদের ধীর সংকুচিত ব্যয়, উচ্চমাত্রার সুদহার ও মূল্যস্ফীতির প্রভাবে বর্তমানে তাদের অনেকেই কর্মী নিয়োগ বন্ধ বা কমিয়ে দিচ্ছে।


সিঙ্গাপুরভিত্তিক গেমিং ও ই-কমার্স পাওয়ার হাউজ সি লিমিটেড, গারেনার মূল সংস্থা (লিগ অব লেজেন্ডস ও ফ্রি ফায়ারের মতো গেম নির্মাতা) এবং শপি চলতি বছরের জুন ও সেপ্টেম্বরে দুই দফায় কর্মী ছাঁটাই ও চাকরির বিজ্ঞপ্তি প্রত্যাহার করেছিল। কোম্পানির সাম্প্রতিক বার্ষিক প্রতিবেদন অনুসারে, ২০২১ সালের সি লিমিটেডের কর্মী সংখ্যা ছিল ৬৭ হাজার ৩০০, যা ২০২০ সালের তুলনায় দ্বিগুণ।


এ বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে ৯৩ কোটি ১০ লাখ ডলার নিট লোকসানের পরে এবং ঋণ নেয়ার ক্রমবর্ধমান ব্যয় ও ধীর বৈশ্বিক অর্থনীতির মধ্যে কোম্পানিটি তার আন্তর্জাতিক ও প্রান্তিক পর্যায়ের ব্যবসাগুলোকে লাভজনক করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে কর্মী ছাঁটাইও একটি। যদিও কোম্পানির পক্ষ থেকে চাকরি থেকে কর্মী ছাঁটাইয়ের সংখ্যা প্রকাশ করা হয়নি। তবে সিঙ্গাপুরে এবং সারা বিশ্বের অফিসগুলোয় চাকরি খোয়ানোর সংখ্যা হাজারের কোঠায় পৌঁছবে বলেই ধারণা করা হচ্ছে।


এ বছরের মাঝামাঝি সময়ে দক্ষিণ-পূর্ব এশিয়ায় যেসব কোম্পানির পরিধি কমানো হয়েছে, তার মধ্যে রয়েছে সিঙ্গাপুরভিত্তিক ডিজিটাল ওয়েলথ ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান স্ট্যাশঅ্যাওয়ে। প্রতিষ্ঠানটি তাদের প্রায় ১৪ শতাংশ কর্মী ছাঁটাই করেছে। এছাড়া ডিজিটাল কারেন্সি এক্সচেঞ্জ ক্রিপ্টো ডটকম ২৬০ জন কর্মী কমিয়েছে, যা সিঙ্গাপুরে তাদের কর্মশক্তির ৫ শতাংশ।

কোন মন্তব্য নেই