আয় বাড়াতে শপিং ফিচার যুক্ত করছে ইউটিউব - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আয় বাড়াতে শপিং ফিচার যুক্ত করছে ইউটিউব


বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দায় বিজ্ঞাপন হ্রাসের কারণে আয় কমেছে ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউবের। তাই আয় বাড়াতে টিকটকের মতো একটি শপিং ফিচার যুক্ত করতে যাচ্ছে ইউটিউব। এ ফিচারের মাধ্যমে শপিংয়ের বিষয়ে বিস্তারিত জানতে পারবে ক্রেতারা। দ্য ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।


প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে অ্যালফাবেট মালিকানাধীন ইউটিউবের বিজ্ঞাপন থেকে আয় ৭০৭ কোটি মার্কিন ডলারে নেমে এসেছে, যেখানে আগের বছরের একই সময়ে বিজ্ঞাপন থেকে আয় ছিল ৭২০ কোটি মার্কিন ডলার। করোনাভাইরাস ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অর্থনৈতিক মন্দার প্রভাবে কিছু বিজ্ঞাপনদাতা বিজ্ঞাপন ফিরিয়ে নেয়ায় আয় কমেছে ইউটিউবের।


দ্য ফাইন্যান্সিয়াল টাইমস জানায়, ভিডিও লিংকের মাধ্যমে পণ্য বিক্রি করতে সহায়তাকারীদের জন্য নতুন কমিশন স্কিম চালু করবে ইউটিউব। তবে এটি চালু করার আগে নিরীক্ষার প্রয়োজন রয়েছে বলেও জানায় ভিডিও শেয়ারিং সাইটটি।


এদিকে ইউটিউব শর্টসে মিউজিকের ব্যাপ্তি ১৫ সেকেন্ড থেকে বাড়িয়ে ৬০ সেকেন্ড করা হচ্ছে। লাইসেন্সকৃত গানের ব্যবহারে এর আগে ১৫ সেকেন্ডের বাধ্যবাধকতা ছিল। নতুন নীতিমালায় এ সীমা তুলে দেয়ায় ইউটিউব শর্টস আরো জনপ্রিয়তা পাবে বলে আশা করা হচ্ছে। এনগ্যাজেটের এক প্রতিবেদনে বলা হয়, শর্টস ভিডিওতে ৩০ সেকেন্ড থেকে ৬০ সেকেন্ডের ট্র্যাক ব্যবহার করতে পারবে কনটেন্ট ক্রিয়েটররা। গতকাল পরীক্ষামূলকভাবে এ ফিচার চালু হয়েছে। পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে আইওএস ও অ্যান্ড্রয়েডে পাওয়া যাবে।

কোন মন্তব্য নেই