ভারতের কারখানায় চার গুণ কর্মী বাড়াবে ফক্সকন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ভারতের কারখানায় চার গুণ কর্মী বাড়াবে ফক্সকন


আগামী দুই বছরে ভারতের আইফোন উৎপাদন কেন্দ্রে কর্মী সংখ্যা চার গুণ বাড়াবে অ্যাপলের অন্যতম সরবরাহকারী ফক্সকন। এ বিষয়ে অবগত দেশটির এক সরকারি কর্মকর্তা জানান, চীনের কভিড-১৯-সংক্রান্ত বিধিনিষেধের কারণে উৎপাদনে যে প্রভাব পড়েছে সেটি কাটিয়ে উঠতে এ উদ্যোগ।


বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ঝেংঝুতে অবস্থিত কারখানায় ভাইরাসের সংক্রমণ রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে ফক্সকন। এর মাধ্যমে সংবাদমাধ্যমসহ সব জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রতিষ্ঠানটি। ভাইরাসের সংক্রমণ রোধে চীন যে বিধিনিষেধ আরোপ করেছে তা বৈশ্বিক সরবরাহ চেইনে প্রভাব ফেলেছে।


নেতিবাচক প্রভাবের কারণে চলতি সপ্তাহে কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের আইফোন ১৪ বাজারজাতের পূর্বাভাসে পরিবর্তন এনেছে। যে কারণে বছরের শেষে ছুটির মৌসুমে প্রতিষ্ঠানটি যেমন বিক্রির প্রত্যাশা করেছিল তা অনেকটাই কমে আসবে। নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায়, এসব সমস্যার কারণে তাইওয়ানভিত্তিক ফক্সকন বর্তমানে দক্ষিণ ভারতে থাকা কারখানায় দুই বছরের মধ্যে আরো ৫৩ হাজার নিয়োগের মাধ্যমে মোট কর্মী সংখ্যা ৭০ হাজারে উন্নীত করতে চায়।


চীনের ঝেংঝুর তুলনায় ভারতের কারখানা আকারে অনেক ছোট। ঝেংঝুতে দুই লাখের বেশি কর্মী রয়েছে। তবে চীনের নিষেধাজ্ঞার কারণে সেখান থেকে উৎপাদন কার্যক্রম সরিয়ে নেয়ার বিষয়ে এটি অ্যাপলের অন্যতম কেন্দ্র। ২০১৯ সালে ভারতে কারখানা স্থাপন করে বর্তমান ফক্সকন ও সাবেক হন হাই প্রিসিশন ইন্ডাস্ট্রি। পর্যায়ক্রমে কার্যক্রম শুরুর পর চলতি বছর সেখানে আইফোন ১৪ উৎপাদন করা হচ্ছে। ভারতের কারখানার পরিধি বাড়ানোর বিষয়ে ফক্সকন অনেক আগে থেকেই আগ্রহী। তবে কবে নাগাদ এ পরিকল্পনা কার্যকর হবে সে বিষয়ে আগে কোনো প্রতিবেদন প্রকাশিত হয়নি। এমনকি ফক্সকন বা অ্যাপল কারো কাছ থেকেই কোনো মন্তব্য পাওয়া যায়নি।


আয় প্রতিবেদন প্রকাশের সময় ফক্সকনের চেয়ারম্যান লিউ ইয়াং ওয়ে জানান, প্রতিষ্ঠানটি তাদের উৎপাদন সক্ষমতা ও বাজারজাতের বিষয়টি পুনর্বিবেচনা করবে। যাতে বড়দিন ও নববর্ষে পণ্য সরবরাহে নতুন কোনো সমস্যা না হয়। ফক্সকন এরই মধ্যে তামিলনাডুর সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভারতীয় প্লান্টে দ্রুত নিয়োগ কার্যক্রম পরিচালনার বিষয়ে জানিয়েছে বলে প্রথম সূত্রে জানা গিয়েছে।


আইফোন ছাড়াও এ কারখানায় বিশ্বের অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য পণ্য উৎপাদন করা হয়। তবে প্রযুক্তিবিদদের ধারণা নতুন আইফোন ১৪ সিরিজের যে চাহিদা তৈরি হয়েছে, সেটি পূরণেই ভারতের কারখানায় কর্মী বাড়ানোর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাইওয়ানে এ বিষয়ে অবগত একজন জানান, বেসিক মডেলগুলোর উৎপাদন বাড়াতে ও ভারতীয় ব্যবহারকারীদের চাহিদা মেটাতেই ফক্সকন নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।


ভারত সরকারের দ্বিতীয় সূত্রটি জানায়, তামিলনাড়ু সরকার কারখানার পরিধি ও উৎপাদন বাড়ানোর জন্য ফক্সকনের সঙ্গে কাজ করছে। গত বছর কারখানাটিতে খাদ্যে বিষক্রিয়ার ঘটনায় কর্মবিরতি ও বিক্ষোভ শুরু হয়। সেই সঙ্গে কারখানার আশপাশে থাকা হোস্টেলে কর্মীদের জীবনযাপনের দুর্বিষহ চিত্র প্রকাশ্যে আসে।


অন্যদিকে তামিলনাড়ুর কর্মকর্তারা অঞ্চলটিতে আইফোন জোড়া দেয়ার পাশাপাশি প্রয়োজনীয় যন্ত্রাংশ উৎপাদনের জন্য অ্যাপলের সরবরাহকারীদের ওপর চাপ প্রয়োগ করছে বলে দুটি সরকারি সূত্রে জানা গিয়েছে।

কোন মন্তব্য নেই