দরপতনের শীর্ষে জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

দরপতনের শীর্ষে জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড। আজ শেয়ারটির দর ১৯ টাকা ৩০ পয়সা বা ৫.১১ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বুধবার কোম্পানিটি সর্বশেষ ৩৫৮ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ৯৫২ বারে ২ লাখ ৬৩ হাজার ১২২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ৭৩ লাখ টাকা। অ্যারামিট লিমিটেড লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ১৬ টাকা৭০ পয়সা বা ৫.০৬ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩১৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির দর ৩ টাকা ৩০ পয়সায় অপরিবর্তিত রয়েছে। লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, অ্যাপেক্স ফুডস, আনোয়ার গ্যালভানাইজিং, ফার্মা এইডস, রংপুর ফাউন্ডারি, বিডি ল্যাম্পস ও বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেড।

কোন মন্তব্য নেই