অবশেষে আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অবশেষে আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী


মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার জানিয়েছে, আজ (বৃহস্পতিবার) স্থানীয় সময় বিকাল ৫টায় (জিএমটি ২১:০০) কুয়ালালামপুরে সুলতান আবদুল্লাহর প্রশাসনিক ভবন আসতানা নেগারা প্রাসাদে আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এসময়  দেশটির প্রধান রাজা ও পেনাংয়ের সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন আল মোস্তাফা উপস্থিতি ছিলেন।


এর আগে, মালয়েশিয়ার রাজা আল-সুলতান আবদুল্লাহ প্রাদেশিক সুলতানদের ‘কাউন্সিল অব রুলার্স’ এর বিশেষ বৈঠক ডাকেন। বৈঠকে সবার মতামত বিবেচনায় নিয়ে আনোয়ার ইব্রাহিমকে দেশের ১০ম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের জন্য সম্মতি দেন তিনি। সংবাদ সংস্থা এএফপি রাজপ্রাসাদ থেকে প্রকাশিত এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য দিয়েছে। 


রয়টার্স জানিয়েছে, এর মধ্য দিয়ে মালয়েশিয়ার পার্লামেন্টের নজিরবিহীন অচলাবস্থার অবসান ঘটলো। শনিবার পার্লামেন্টের সাধারণ নির্বাচনে কোনও দল বা জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় পার্লামেন্টে অচলাবস্থা তৈরি হয়। আনোয়ার ইব্রাহিম কিংবা সাবেক প্রধানমন্ত্রী মুহিইদ্দিন ইয়াসিনের নেতৃত্বাধীন রাজনৈতিক জোটের কেউই সরকার গঠন করার জন্য প্রয়োজনীয় আসনে জিততে পারে নি।


মালয়েশিয়ার ২২২ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ১১২টি আসন। আনোয়ারের দল পেয়েছে ৮২টি আসন আর মুহিউদ্দিনের দল পেয়েছে ৭৩টি। ৭৫ বছর বয়সী আনোয়ার ইব্রাহিম বহুবার প্রধানমন্ত্রীর পদ থেকে বঞ্চিত হয়েছেন। এবার সেই দীর্ঘকোলের প্রতীক্ষার অবসান ঘটলো।

কোন মন্তব্য নেই