এলমস অধিগ্রহণ আটকে দেবে জার্মানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

এলমস অধিগ্রহণ আটকে দেবে জার্মানি


চীন কর্তৃক জার্মানির চিপ নির্মাতা প্রতিষ্ঠান এলমস অধিগ্রহণ আটকে দেয়া হতে পারে। সুইডেনভিত্তিক কোম্পানি সাইলেক্স এ অধিগ্রহণ করতে যাচ্ছিল। এটি চীনা গ্রুপ সাই মাইক্রোইলেকট্রনিকসের অঙ্গ প্রতিষ্ঠান।


সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ডর্টমুন্ডভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এলমস সোমবার সংবাদমাধ্যমকে জানিয়েছে, জার্মান সরকার সম্ভবত এলমস চিপ কারখানায় চীনের নিয়ন্ত্রণ বিষয়ে অনুমতি দেবে না। তাই সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের পরে তারা পরবর্তী পদক্ষেপ নেবে। যদিও সোমবার পর্যন্ত ধারণা করা হচ্ছিল চুক্তিটি অনুমোদন হতেও পারে। তবে বর্তমানে প্রতিষ্ঠানটি আশঙ্কা করছে, পরীক্ষা-নিরীক্ষা শেষে জার্মান সরকার চুক্তিটি নিষিদ্ধ করবে। সুইডিশ কোম্পানিটি অবশ্য এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।


রয়টার্স প্রকাশিত শুক্রবারের প্রতিবেদনে জার্মানির অর্থ মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছিলেন, এলমসের চিপ উৎপাদন প্রতিষ্ঠান চীনের কাছে বিক্রির বিষয়ে সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি।

কোন মন্তব্য নেই