ট্রান্সক্রিপশনসহ একাধিক ফিচার চালু টেলিগ্রামে
ব্যবহারকারীদের জন্য বেশকিছু নতুন ফিচার ও ভিজ্যুয়াল আপডেট নিয়ে এসেছে এনক্রিপ্টেড মেসেজিং প্লাটফর্ম টেলিগ্রাম। এগুলোর মধ্যে ভিডিওর জন্য ভয়েস-টু-টেক্সট ট্রান্সক্রিপশন, বড় গ্রুপ চ্যাটিংয়ে আলাদা টপিকস ও কালেক্টিবল ইউজার নেমস রয়েছে। খবর দ্য ভার্জ।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, ভিডিওর নিচের ডান পাশে থাকা বাটনে ক্লিক করার মাধ্যমে ভিডিও মেসেজিং ট্রান্সক্রিপশন ফিচারে প্রবেশ করা যাবে। তবে এটি সবার জন্য এখনো চালু করা হয়নি। ভয়েস মেসেজ ট্রান্সক্রিপশনের মতো নতুন প্রিমিয়াম সাবস্ক্রাইবাররাই শুধু এ ফিচার ব্যবহার করতে পারবে। প্রিমিয়াম সার্ভিসের জন্য প্রতি মাসে ৪ দশমিক ৯৯ ডলার ফি দিতে হয়। তবে তুলনামূলক দ্রুত ডাউনলোড, বিজ্ঞাপন না থাকা ও সর্বোচ্চ ৫ জিবি পর্যন্ত ফাইল আপলোডের মতো কয়েকটি বাড়তি সুবিধা আছে এতে। বিনামূল্যের গ্রাহকদের জন্যও কয়েকটি নতুন ফিচার এনেছে টেলিগ্রাম, যা শুরু হয়েছে টপিকস নামের ফিচার সংযোজনের মাধ্যমে। এ ফিচারের মাধ্যমে দুই শতাধিক সদস্য থাকা গ্রুপে আলাদা জায়গা তৈরি করা যাবে, যেটি ব্যক্তিগত মেসেজিংয়ের মতোই কাজ করবে।

কোন মন্তব্য নেই