মাস্টোডনের নতুন ব্যবহারকারী বাড়ছে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মাস্টোডনের নতুন ব্যবহারকারী বাড়ছে


সম্প্রতি ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার ব্যয়ে টুইটার অধিগ্রহণ করেন বিশ্বের অন্যতম ধনী ইলোন মাস্ক। এরপর কর্মী ছাঁটাইসহ বিভিন্ন কারণে আলোচনায় রয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমটি। এ কারণে টুইটার থেকে সরে এসে জার্মানভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম মাস্টোডনে ঝুঁকছে ব্যবহারকারীরা। ফলে এর ব্যবহারকারীর সংখ্যাও  দিন দিন বাড়ছে। খবর রয়টার্স।


২০১৬ সালের অক্টোবরে তরুণ জার্মান প্রোগ্রামার ইউজেন রোচকো সামাজিক যোগাযোগমাধ্যম মাস্টোডন চালু করেন। মাইক্রোব্লগিং ফিচারের সঙ্গে এটির ফিচারের মিল রয়েছে। ফলে টুইটার যেসব কাজে ব্যবহার করা হয় মাস্টোডনেও একই কাজ করা যায়।


সোমবার মাস্টোডনে শেয়ার করা এক পোস্টে ইউজেন রোচকো বলেন, ২৭ অক্টোবর টুইটার অধিগ্রহণ সম্পন্নের আগে মাস্টোডনে প্রতি ঘণ্টায় গড়ে ৬০ থেকে ৮০ জন নতুন ব্যবহারকারী যুক্ত হয়েছে। কিন্তু সোমবার সকালে ১ ঘণ্টায় নতুন অ্যাকাউন্ট নিবন্ধন হয়েছে ৩ হাজার ৫৬৮টি।



তিনি আরো বলেন, বর্তমানে প্লাটফর্মটির সক্রিয় মাসিক ব্যবহারকারী ১০ লাখ ২৮ হাজার ৩৬২ জনে দাঁড়িয়েছে, যা খুবই আকর্ষণীয় একটি সংখ্যা।


তবে মাস্টোডনের ব্যবহারকারীর সংখ্যা প্রতিদ্বন্দ্বী টুইটার বা ফেসবুকের মতো এখনো গড়ে উঠতে পারেনি। এক বার্তায় টুইটার জানায়, ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকে প্রতিদিন সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল ২৩ কোটি ৮০ লাখ। আরেকটি জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক জানায়, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে প্রতিদিন সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৯৮ কোটি।

কোন মন্তব্য নেই