শক্তিশালী পারফরম্যান্স নিয়ে বাজারে রিয়েলমির সি৩০ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

শক্তিশালী পারফরম্যান্স নিয়ে বাজারে রিয়েলমির সি৩০


তরুণদের পছন্দকে প্রাধান্য দিয়ে দেশের বাজারে সাশ্রয়ী দামের নতুন স্মার্টফোন সি৩০ নিয়ে এসেছে রিয়েলমি। একই প্রাইস সেগমেন্টের ফোনগুলোর মধ্যে এ ডিভাইসকে অনন্য করেছে ৮ দশমিক ৫ মিলিমিটার আলট্রা স্লিম ভার্টিকাল স্ট্রাইপ ডিজাইন, যা স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরো উন্নত করবে।



রিয়েলমি সি৩০ স্মার্টফোনে ৮৮ দশমিক ৭ শতাংশ স্ক্রিন রেশিওর ৬ দশমিক ৫ ইঞ্চির মেগা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তুলনামূলক বড় ডিসপ্লে থাকায় ভিডিও গেম খেলা, ভিডিও দেখা ও ইন্টারনেট ব্রাউজিংয়ে উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করবে।


স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ইউনিসক টি৬১২ শক্তিশালী প্রসেসর, যার আনটুটু স্কোর ২ লাখের ওপরে। ১২ ন্যানোমিটার অক্টা-কোরবিশিষ্ট এ প্রসেসর সর্বোচ্চ ১ দশমিক ৮২ গিগাহার্টজ গতি নিশ্চিত করবে। কাজেই বাজেট সাশ্রয়ী হলেও রিয়েলমির এ ফোন গেম খেলা কিংবা মুভি দেখার ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা দেবে।


২ গিগাবাইট র‌্যামের এ ডিভাইসে ৩২ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে। মেমোরি কার্ড ব্যবহারের মাধ্যমে যা ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। এছাড়া ডিভাইসটির ইউএফএস ২.২ হাই স্পিড ফ্ল্যাশ স্টোরেজ প্রযুক্তি ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে দেবে দুর্দান্ত অভিজ্ঞতা।



অ্যান্ড্রয়েড ১১ প্লাটফর্মভিত্তিক রিয়েলমি ইউআই গো এডিশনচালিত রিয়েলমি সি৩০ স্মার্টফোনে দ্রুত কাজ করা যাবে। এছাড়া রিয়েলমির নিজস্ব কাস্টম ইউআই প্রাইভেসি ও পারফরম্যান্সকে উন্নত করেছে, যা অল্প চার্জের মাধ্যমেও ডিভাইসকে দীর্ঘক্ষণ সচল রাখতে সহায়তা করে।


রিয়েলমি সি৩০ স্মার্টফোনে এআই ৮ মেগাপিক্সেল রিয়ার ও ৫ মেগাপিক্সেল হাই রেজল্যুশনের সেলফি ক্যামেরা রয়েছে। এইচডিআর মোড থাকায় ডিভাইসটির রিয়ার ক্যামেরায় অনায়াসেই ভালো মানের ছবি ধারণ করা যাবে। অর্থাৎ দাম অনুযায়ী রিয়েলমি সি৩০ স্মার্টফোন ফটোগ্রাফির চাহিদা অনেকটাই পূরণ করবে।


রিয়েলমির নতুন ডিভাইসটিতে ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের শক্তিশালী ব্যাটারি দেয়া হয়েছে, যা দীর্ঘ সময় পাওয়ার ব্যাকআপ নিশ্চিত করবে। ডিভাইসটিতে আল্ট্রা সেভিং মোড থাকায় একবার ফুল চার্জে দিনব্যাপী গেম খেলা ও ভিডিও দেখা যাবে বলে দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটি।  স্ট্যান্ডবাইতে সাড়ে ৪৫ ঘণ্টা অবধি ব্যাকআপ দেবে। স্মার্টফোনটির বাজারমূল্য ৯ হাজার ৯৯৯ টাকা।

কোন মন্তব্য নেই