চোট কাটিয়ে ফুলহাম ম্যাচে ফিরছেন হালান্ড - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চোট কাটিয়ে ফুলহাম ম্যাচে ফিরছেন হালান্ড


পায়ে হালকা চোটের কারণে প্রিমিয়ার লিগে লিস্টার সিটির বিপক্ষে ছিলেন না আর্লিং হালান্ড। মিস করবেন চ্যাম্পিয়নস লিগে সেভিয়ার বিপক্ষে ম্যাচও। তবে চোট কাটিয়ে আগামী রবিবার (৫ নভেম্বর) ফুলহাম ম্যাচে তাকে দেখা যাবে জানিয়েছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা।


ম্যানচেস্টার সিটিতে নাম লেখানোর পর উড়ন্ত ফর্মে আছেন আর্লিং হালান্ড।


সিটিজেনদের হয়ে এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ ম্যাচে করেছেন ২২ ম্যাচ। হালান্ড ছাড়া খেলতে নেমে লিস্টারের বিপক্ষে আক্রমণভাগে ভুগেছে সিটি। যদিও কেভিন ডি ব্রুইনের একমাত্র গোলে জয় তুলে নেয় তারা।

হালান্ডের ফেরার ব্যাপারে পেপ গার্দিওলা বলেছেন,'শনি-রবিবারের তুলনায় সে এখন ভাল অনুভব করছে। তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইনা। আশা করছি, ফুলহামের বিপক্ষে ম্যাচে সে ফিরবে। '

কোন মন্তব্য নেই