হুয়াওয়ে ও জিটিইর টেলিযোগাযোগ সরঞ্জাম আমদানিতে নিষেধাজ্ঞা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

হুয়াওয়ে ও জিটিইর টেলিযোগাযোগ সরঞ্জাম আমদানিতে নিষেধাজ্ঞা


চীনের হুয়াওয়ে টেকনোলজি ও জিটিইর টেলিযোগাযোগ পণ্য আমদানিতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এসব প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তায় ‘অগ্রহণযোগ্য ঝুঁকি’ রয়েছে বলে অভিযোগ প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের। খবর রয়টার্স।


গতকাল সুনির্দিষ্ট কিছু প্রযুক্তিপ্রতিষ্ঠানের নাম উল্লেখ করে নিষিদ্ধের তালিকা দেয় টেলিকম খাতের মার্কিন তদারকি প্রতিষ্ঠান ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)।


এতে অন্তর্ভুক্ত রয়েছে চীনা নজরদারি সরঞ্জাম প্রস্তুতকারক দাহুয়া টেকনোলজি, ভিডিও নজরদারি সংস্থা হেংঝু হিকভিশন ও টেলিকম ফার্ম হাইতেরা। এসব কোম্পানির পণ্য আমদানি ও বিক্রিতে চূড়ান্ত নিষেধাজ্ঞা জারি করা হয়।


প্রযুক্তি কোম্পানিগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রে নজরদারি করতে পারে বেইজিং এমন আশঙ্কায় ওয়াশিংটন এ কঠোর ব্যবস্থা নিয়েছে।

কোন মন্তব্য নেই