অনেকেই নতুন মডেলের আইফোন কিনতে পারেনি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অনেকেই নতুন মডেলের আইফোন কিনতে পারেনি


যুক্তরাষ্ট্রের বাজারগুলোতে নতুন মডেলের আইফোন পাওয়া যাচ্ছে না। ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে আইফোন কিনতে গিয়ে অনেকেই দেখেন, অ্যাপল স্টোর, অনলাইন, খুচরা বিক্রেতা এবং বড় বড় ইলেকট্রনিকসের দোকান, কারো কাছেই আইফোন ১৪ প্রো ও প্রো ম্যাক্স মডেলের ফোন নেই।


এমনকি অ্যাপলের ওয়েবসাইটে অর্ডার করেও পাওয়া যাচ্ছে না ফোনটি। ওয়েবসাইটে যারা অর্ডার করেছে, তাদের ডেলিভারির জন্য কমপক্ষে ৪০ দিন অপেক্ষা করতে বলা হয়েছে।


রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনে করোনা মহামারীর প্রভাবে উৎপাদন বন্ধ থাকায় বাজারে আইফোনের এ ঘাটতি তৈরি হতে পারে। এছাড়া দেশটি থেকে অ্যাপল পণ্যের চালানে বিলম্ব হওয়াও এর একটি কারণ হতে পারে। এসব কারণে চলতি সপ্তাহে অ্যাপলের শেয়ারদরে ২ শতাংশ পতন হয়েছে।


বিশ্লেষকরা বলছেন, গত বছরের ব্ল্যাক ফ্রাইডে কেনাকাটার মৌসুমে প্রায় এক কোটি আইফোন বিক্রি হয়। এবার হয়তো তা ৮০ লাখ ইউনিটে নেমে আসতে পারে।


বাজারে আইফোনের জোগান চাহিদার তুলনায় অন্তত ২৫-৩০ শতাংশ কম বলে জানাচ্ছেন তারা। অবশ্য এ বিষয়ে অ্যাপল কর্তৃপক্ষের কোনো মন্তব্য জানতে পারেনি রয়টার্স। তারা যোগাযোগের চেষ্টা করলেও অ্যাপল তাদের অনুরোধে সাড়া দেয়নি।

কোন মন্তব্য নেই