হ্যাকারদের শিকারে পরিণত হচ্ছে ভক্তরা
ভুয়া স্ট্রিমিং সাইটের মাধ্যমে অনলাইনে হ্যাকারদের শিকারে পরিণত হচ্ছে ফুটবলপ্রেমীরা। কাতার বিশ্বকাপ ফুটবল ২০২২-কে ঘিরে হ্যাকাররা এ কার্যক্রম পরিচালনা করছে। এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে জিস্কেলার। খবর টেকরাডার।
সম্প্রতি তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম প্রতিষ্ঠান জিস্কেলারের থ্রেটল্যাবজ এক গবেষণায় ভুয়া স্ট্রিমিং সাইট ও লটারি স্ক্যামের মাধ্যমে ফুটবলভক্তদের ওপর সাইবার হামলা বেড়ে যাওয়ার বিষয়টি দেখতে পেয়েছে। ফুটবল বিশ্বকাপকে ঘিরে ভক্তদের মধ্যে যে উত্তেজনা সেটি কাজে লাগাতে হ্যাকাররা এ পদ্ধতি অবলম্বন করছে।
গবেষণায় দেখা যায়, বিশ্বকাপকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ডোমেইন রেজিস্ট্রেশনের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রাথমিকভাবে মনে হতে পারে, বিভিন্ন প্রতিষ্ঠান অনলাইনে তাদের ফুটবল-সংক্রান্ত অফারের পরিমাণ বাড়াচ্ছে। তবে এসব ডোমেইনের আড়ালে হ্যাকাররা ম্যালওয়্যার ছড়ানোর চেষ্টা করছে বলে জিস্কেলার জানতে পেরেছে। সেই সঙ্গে বেশকিছু ঘটনাও উপস্থাপন করেছে।
ঘটনাগুলোর মধ্যে ভুয়া স্ট্রিমিং লিংক পোস্ট করার জন্য বেশ কয়েকটি প্রতিষ্ঠানের অফিশিয়াল ওয়েবসাইট ও পোর্টাল হ্যাক করা হয়েছে। এর মধ্যে শাওমি, রেডিট, ওপেনসি ও লিংকডইন রয়েছে। এসব প্লাটফর্মের ওয়েবসাইট ও পোর্টালে ফিফা বিশ্বকাপ ২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠান দেখা যাবে বলে ভুয়া ও ক্ষতিকর সাইট লিংক দেয়া থাকত।
কোন মন্তব্য নেই