আইফোন সরবরাহ ও অ্যাপলের বাজার হিস্যা কমার শঙ্কা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আইফোন সরবরাহ ও অ্যাপলের বাজার হিস্যা কমার শঙ্কা


কর্মীদের বিক্ষোভের কারণে ফক্সকনের ফ্ল্যাগশিপ আইফোন উত্পাদনকারী কারখানা থেকে নভেম্বরে ডিভাইস সরবরাহ কমতে পারে। সেই সঙ্গে অ্যাপলের বাজার হিস্যা কমার বিষয়েও শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে সরাসরি অবগত একটি সূত্রে তথ্য জানা গিয়েছে।


বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত খবরের তথ্যানুযায়ী, বিক্ষোভের পর অনেক কর্মী কারখানা ছেড়ে চলে গিয়েছে, যে কারণে নভেম্বরে যে পরিমাণ আইফোন সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল সেটি প্রভাবিত হতে পারে। ফক্সকনের কারখানাটি আইফোন উত্পাদনের অন্যতম কেন্দ্র। কভিড-১৯-এর সংক্রমণ রোধে কারখানাটি প্রথম থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করে আসছে, যার কারণে কর্মীদের মধ্যে ধীরে ধীরে অসন্তোষ তৈরি হয়েছে। অনেক কর্মীকে আইসোলেশনে রাখা হয়েছে এবং অনেকেই কারখানা ছেড়ে পালিয়েছেন, যার পরিপ্রেক্ষিতে ক্রিসমাস ও নতুন বছরের ছুটিতে আইফোন উত্পাদন ও সরবরাহের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তা ব্যাহত হয়েছে।


সম্প্রতি কারখানায় বিক্ষোভ ও সংঘর্ষের কারণে নভেম্বরে যে পরিমাণ আইফোন উত্পাদনের কথা ছিল তার ৩০ শতাংশ ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করছে ফক্সকন। আইফোন ১৪ প্রোসহ অন্যান্য প্রিমিয়াম মডেল উত্পাদনের একমাত্র কারখানা এটি।


চলতি মাসের শেষ দিকেও পূর্ণ উত্পাদনে যাওয়া সম্ভব হবে কিনা তা নিশ্চিত নয়। এ বিষয়ে সাবেক হন হাই প্রিসিশন ইন্ডাস্ট্রি ও বর্তমান ফক্সকনের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে অ্যাপল বৃহস্পতিবার জানিয়েছিল, কারখানায় কর্মী রয়েছে। কিন্তু কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটিও আর কোনো মন্তব্য করেনি।


ইন্টারেক্টিভ ইনভেস্টরের বিনিয়োগপ্রধান ভিক্টোরিয়া স্কলার বলেন, চীনে ফক্সকনের কারখানায় কর্মীদের বিক্ষোভের কারণে নভেম্বরে আইফোন সরবরাহের লক্ষ্যমাত্রা ব্যাহত হবে। এছাড়া আসন্ন ছুটির মৌসুমে অ্যাপালের পণ্য সরবরাহের সক্ষমতা নিয়েও উদ্বেগ প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। প্রযুক্তি খাতে অ্যাপলকে এখনো স্থিতিশীল প্রতিষ্ঠান ভাবা হয়।


যুক্তরাষ্ট্রের বেস্ট বাইয়ের ধারণা, চলতি ছুটির মৌসুমে অ্যাপলের ফ্ল্যাগশিপ আইফোনের সরবরাহ এবার কম থাকবে। বিশ্লেষকরা জানান, ব্ল্যাক ফ্রাইডে শপিং মৌসুমে যুক্তরাষ্ট্রের অ্যাপল স্টোরগুলোতে আইফোনের উপস্থিতি আগের বছরের তুলনায় অনেক কম। সম্প্রতি রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, ঘাটতি পূরণে অ্যাপল লম্বা সময় নিচ্ছে।


কেজিআই সিকিউরিটিজের বিশ্লেষক ক্রিস্টিন ওয়াং জানান, বর্তমানে যে অবস্থা বিরাজমান সেটি ডিসেম্বর পর্যন্ত গড়ালে এক কোটি ইউনিট আইফোন উত্পাদন কমে যাবে, যা গত প্রান্তিকে ১২ শতাংশ কম আইফোন বাজারজাতের সমানুপাতিক। ওয়েডবুশ সিকিউরিটিজের তথ্যানুযায়ী, স্বাভাবিক সময়ের তুলনায় বর্তমানে অ্যাপল স্টোরগুলো ২৫-৩০ শতাংশ কম আইফোন ১৪ প্রো নিয়ে ছুটির মৌসুমের বাজারে প্রবেশ করতে যাচ্ছে।


৭ নভেম্বর দেয়া এক বিবৃতিতে আগের পূর্বাভাসের তুলনায় আইফোন ১৪ প্রো ও ১৪ প্রো ম্যাক্সের কম বাজারজাতের কথা জাননো হয়। অন্যদিকে সম্প্রতি ফক্সকনে নতুন করে যাদের নিয়োগ দেয়া হয়েছে তারা বেতন-ভাতাদির বিষয়ে বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়েছেন বলে জানিয়েছেন। এছাড়া অন্যদের অভিযোগ, যাদের কভিড-১৯ পজিটিভ তাদের সঙ্গে থাকার জায়গা ভাগাভাগি করতে হচ্ছে।


সম্প্রতি ফক্সকন প্রযুক্তিগত সমস্যার কারণে বেতন সম্পর্কিত সমস্যা তৈরি হওয়ায় ক্ষমা চেয়েছে। পাশাপাশি নতুন কর্মীদের ১০ হাজার ইউয়ান বা ১ হাজার ৪০০ ডলার দেয়ার অফার করেছে। সূত্র জানায়, প্রায় ২০ হাজার কর্মী উত্পাদনে যুক্ত না হয়ে শুধু বেতন নিয়ে চলে গিয়েছেন, যাদের অধিকাংশই সদ্য নিয়োগপ্রাপ্ত।

কোন মন্তব্য নেই