কর্মী ও ঠিকাদারদের ছাঁটাই করেছে মেটা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কর্মী ও ঠিকাদারদের ছাঁটাই করেছে মেটা


ব্যবহারকারীদের অ্যাকাউন্ট হ্যাক করার পাশাপাশি ঘুস নেয়ার অভিযোগে গত বছর দুই ডজনেরও বেশি কর্মী ও ঠিকাদারকে ছাঁটাই ও শাস্তি দিয়েছে মেটা। প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ নথি দেখে ও সম্পর্কিত ব্যক্তিদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে। খবর টেকটাইমস।


সাক্ষাত্কার ও নথি সূত্রে জানা যায়, ঠিকাদার হিসেবে যাদের বরখাস্ত করা হয়েছে তাদের অনেকেই মেটার নিরাপত্তারক্ষী হিসেবে দায়িত্ব পালন করেছেন। যেসব ব্যবহারকারীর অ্যাকাউন্ট নিয়ে সমস্যা ছিল তাদের সহায়তায় এসব ঠিকাদারকে মেটার অভ্যন্তরীণ কার্যক্রমে প্রবেশের সুবিধা দেয়া হয়েছিল। ফেসবুক চালুর পর থেকেই অনলাইন অপারেশনস নামের সহায়ক ব্যবস্থা চালু ছিল। এর মাধ্যমে ফেসবুকে কর্মরতরা তাদের পরিবার-পরিজনকে সহায়তা করত, বিশেষ করে যাদের পাসওয়ার্ড মনে থাকত না বা ই-মেইল হ্যাক


হয়ে যেত। বরখাস্তকৃত বা শাস্তির আওতায় আনা কর্মীরা ব্যবহারকারীদের অ্যাকাউন্টে প্রবেশের জন্য বাইরের হ্যাকারদের কাছ থেকে লাখো ডলার নিয়েছে, যা সম্পূর্ণভাবে সিস্টেম অপব্যবহারের উদাহরণ। ওয়াল স্ট্রিট জার্নালের সূত্রের তথ্যানুযায়ী, মেটা যে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে তা দীর্ঘদিন ধরে চলা তদন্তের ফল।  মেটার সিকিউরিটি সংস্থার একজন মুখপাত্র জানান, নীতিমালা অনুযায়ী সব ধরনের নিয়ম ভঙ্গকে অপরাধ হিসেবে গণ্য করা হয়।

কোন মন্তব্য নেই