কর্মী ছাঁটাই ছাড়া টুইটারের সামনে বিকল্প নেই - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কর্মী ছাঁটাই ছাড়া টুইটারের সামনে বিকল্প নেই


টুইটারের নতুন সিইও ইলোন মাস্ক বলেছেন, কর্মী ছাঁটাই ছাড়া তার হাতে কোনো ‘‌বিকল্প’ নেই। কারণ সোশ্যাল মিডিয়াটি দিনে ৪০ লাখ ডলারের বেশি লোকসান গুনছে। খবর বিবিসি।


আজ শনিবার সংবাদমাধ্যমটি জানায়, মাস্ক অর্ধেক কর্মীকে চাকরিচ্যুত করবেন। মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মটির কর্মীদের অনেকে এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে টুইটও করেছেন।


আশঙ্কা করা হচ্ছে, টুইটার কনটেন্ট মডারেশন নীতিতে পরিবর্তন আসতে পারে। কিন্তু মাস্ক আশ্বস্থ করে জানান, কোম্পানির নীতি ‘‌অপরিবর্তিত থাকবে’।


গতকাল শুক্রবার কর্মীদের ছাঁটাই করা সংক্রান্ত ইমেইল পাঠিয়েছে কোম্পানিটি। সেখানে বলা হয়েছে, টুইটারকে একটি সুস্থ পথে নিতে বিশ্বব্যাপী আমরা কর্মী ছাঁটাইয়ের কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাব। টুইটারের অফিসগুলো সাময়িকভাবে বন্ধ করা হবে এবং টুইটার সিস্টেম ও গ্রাহকদের ডেটা নিরাপত্তার জন্য সব প্রবেশ নিয়ন্ত্রণ বন্ধ রাখা হবে।


টুইটার জানায়, যে সব কর্মীকে ছাঁটাই করা হবে, তাদের ব্যক্তিগত ইমেইলে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানিয়ে দেয়া হবে।



টুইটারের খরচ কমাতে বিলিয়নেয়ার ইলোন মাস্ক অর্ধেক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছেন। গত মাসে তিনি ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে কিনে নেন সামাজিক যোগাযোগ মাধ্যমটি। একটি সূত্র বলছে, মাস্ক ৩ হাজার ৭০০ টুইটার কর্মীকে চাকরিচ্যুত করবেন।


এর অংশ হিসেবে টুইটারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের ছাঁটাই করতে শুরু করেন মাস্ক। এ ছাড়া টুইটারের নিয়ন্ত্রণ মাস্কের হাতে যাওয়ার পর বিজ্ঞাপন, বিপণন এবং মানবসম্পদ বিভাগের অনেকেই চাকরি হারিয়েছেন।

কোন মন্তব্য নেই