ব্লুটুথ কলিংসহ ফায়ার বোল্টের নতুন স্মার্টওয়াচ রিং প্লাস
ফায়ার বোল্ট রিং প্লাস স্মার্টওয়াচে একটি বর্গাকৃতির ডায়াল ও ডান দিকে ওপরে ক্ল্যাসিক ক্রাউন ডিজাইনের বাটন রয়েছে। এটি দেখতে অনেকটা অ্যাপল ওয়াচের মতো। গ্যাজেটটিতে ১ দশমিক ৯১ ইঞ্চির ডিসপ্লে রয়েছে, যার রেজল্যুশন ২৪০–২৮০ পিক্সেল। এতে টেক্সারড স্ট্র্যাপ রয়েছে এবং স্মার্টওয়াচটি পানির নিচে পাঁচ মিটার পর্যন্ত সুরক্ষা দেবে। ফায়ার বোল্ট রিং প্লাস স্মার্টওয়াচে একটি হার্টরেট মনিটর, এসপিওটু বা রক্সে অক্সিজেন পরিমাপক সেন্সর, স্লিপ ট্র্যাকার ও নারীদের স্বাস্থ্য সুরক্ষা ফিচার রয়েছে। এতে হাইড্রেশন বা পানি পানের প্রয়োজনীয়তার কথা জানানোর পাশাপাশি আসন্ন কোনো অসুখের বিষয়ে জানানোর ফিচারও রয়েছে। ওয়্যারেবল প্রযুক্তির সহায়তায় ডিভাইসটিতে বাস্কেটবল, ফুটবল, ক্লাইম্বিং, টেনিসসহ ১০০-এর বেশি স্পোর্টস মোড রয়েছে।
রিং প্লাসে একটি বিল্ট ইন স্পিকার ও মাইক্রোফোন রয়েছে। এতে ব্লুটুথ কলিং সুবিধাও রয়েছে, যেটি ব্যবহারকারীর স্মার্টফোনে থাকা কল হিস্ট্রিতে প্রবেশ করতে পারবে, কন্টাক্ট সিঙ্ক্রোনাইজ করবে। পাশাপাশি ডায়ালপ্যাড ব্যবহারের সুবিধাও দেবে। হ্যান্ডসফ্রি অপারেশনের জন্য ডিভাইসে ভয়েস অ্যাসিস্ট্যান্টও রয়েছে। নোটিফিকেশন ডিসপ্লের মতো গুরুত্বপূর্ণ সুবিধা ছাড়াও ফায়ার বোল্টের নতুন স্মার্টওয়াচে আবহাওয়া আপডেট, ক্যামেরা ও মিউজিক ম্যানেজমেন্টসহ বিভিন্ন সুবিধা রয়েছে। এ ডিভাইসটিতে থান্ডার ব্যাটলশিপ ও ইয়াং বার্ড নামের দুটি গেম প্রিইনস্টলড আছে। বর্তমানে অনলাইনে অ্যামাজন থেকে ফায়ার বোল্ট রিং প্লাস স্মার্টওয়াচটি কেনা যাবে। এর মূল্য ২ হাজার ৪৯৯ ডলার। নেভি ব্লু, লাল, সাদা, গোলাপি ও কালো রঙে এটি সংগ্রহ করা যাবে।
কোন মন্তব্য নেই