টুইটার অ্যাকাউন্ট ফিরে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

টুইটার অ্যাকাউন্ট ফিরে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প


ভোটাভুটিতে জিতে টুইটার অ্যাকাউন্ট ফিরে পাচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করেছেন প্ল্যাটফর্মটির নতুন মালিক ইলোন মাস্ক। খবর বিবিসি।


এর আগে ট্রাম্পকে টুইটারে ফেরানো উচিত কি না, তা নিয়ে ভোটাভুটি বা পোলের আয়োজন করেছিলেন মাস্ক। যারি ফলাফল অনুযায়ী সিদ্ধান্তটি নেয়া হয়েছে।


এক টুইটে মাস্ক লেখেন, ‘মানুষ তাদের মতামত জানিয়েছেন। ট্রাম্প আবার টুইটারে ফিরবেন।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ল্যাটিন বাক্য, মানুষের স্বরই ঈশ্বরের স্বর।


ট্রাম্পকে কি টুইটারে ফিরিয়ে আনা উচিত- এ প্রশ্ন তুলে একদিন আগে ভোটাভুটি চালু করেছিলেন মাস্ক। সেখানে ‘হ্যাঁ’ ও ‘না’ দুটি অপশন ছিল। ফলাফলে দেখা যায় ৫১ দশমিক ৮ শতাংশ মানুষ সাবেক প্রেসিডেন্টের পক্ষে ভোট দিয়েছেন।


২৪ ঘণ্টার ওই ভোটাভুটিতে ট্রাম্পের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে দেড় কোটিরও বেশি টু্ইটার ব্যবহারকারী ভোট দেন।


তবে প্রাক্তন প্রেসিডেন্ট এই প্ল্যাটফর্মে আর ফিরতেও না পারেন। কিছুদিন আগেই তিনি বলেছিলেন, আমি এর কোনো কারণ দেখছি না।


২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলা করেন ট্র্যাম্পের ভক্তরা। ওই সময় সহিংসতায় উস্কানির কারণে তার অ্যাকাউন্ট স্থগিত করা হয়।


৪৪ বিলিয়ন ডলারে সম্প্রতি টুইটারের নিয়ন্ত্রণ নিয়েছেন টেসলা বস ইলোন মাস্ক। অধিগ্রহণের প্রথম তিন সপ্তাহে তিনি শুধু বিশৃঙ্খলা তৈরি করেছেন। সাবেক সিইও পরাগ আগরওয়াল থেকে শুরু করে শীর্ষ কর্মকর্তা, নিরাপত্তা ও গোপনীয়তার দায়িত্ব পালনকারীদের ছাঁটাই করেন। এর পরিপ্রেক্ষিতে মার্কিন নিয়ন্ত্রক সংস্থার সমালোচনার মুখে পড়েন মাস্ক। হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেন, টুইটার কীভাবে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের তথ্য সংরক্ষণ করছে ও সুরক্ষিত রাখছে সে বিষয়ে জানাতে হবে।

কোন মন্তব্য নেই