ট্রাম্প কি টুইটারে ফিরছেন
প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে ক্যাপিটল হিলে হামলা ও সংঘর্ষের ঘটনায় ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছিল। এরপর মাইক্রোব্লগিং প্লাটফর্মটি অধিগ্রহণের আগে ইলোন মাস্ক জানিয়েছিলেন, দায়িত্ব নেয়ার পর তিনি পুনরায় ট্রাম্পকে প্লাটফর্মে ফিরিয়ে আনবেন। অধিগ্রহণ শেষে সম্প্রতি ভোটাভুটি চালু করেছেন মাস্ক। সেখানে এখন পর্যন্ত ট্রাম্পকে ফিরিয়ে আনার পক্ষে ৫২ শতাংশ ও বিপক্ষে ৪৮ শতাংশ ভোট পড়েছে। খবর রয়টার্স।
এক টুইটে মাস্ক ভক্স পপুলি, ভক্স ডেই লেখেন। এটি লাতিন প্রবাদ, যার অর্থ জনগণের কণ্ঠই সৃষ্টিকর্তার কণ্ঠ। শুক্রবার মাত্র ২৪ ঘণ্টার জন্য এ ভোট অপশন চালু করা হয়। এর আগে মে মাসে মাস্ক জানিয়েছিলেন, তিনি টুইটারে ট্রাম্পের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বাতিল করবেন। সম্প্রতি আরেক বিবৃতিতে মাস্ক জানান, ট্রাম্পের অ্যাকাউন্ট পুনরায় চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেয়া হয়নি।
মাইক্রোব্লগিং প্লাটফর্মটিতে কারা থাকবে সে বিষয়ে ব্যবহারকারীদের জিজ্ঞাসা করার ক্ষেত্রে মাস্কের সিদ্ধান্ত কর্মী ছাঁটাইসহ টুইটারের বড় ধরনের পুনর্গঠনের প্রমাণ। বিদ্যমান কর্মীদের কাছে পাঠানো মেমোতে দেখা যায়, যারা সফটওয়্যারের কোড লেখে তাদের সানফ্রান্সিসকোয় অবস্থিত সদর দপ্তরের দশম তলায় যোগাযোগ করার নির্দেশ দেন।
অন্য আরেকটি ই-মেইল বার্তায় তিনি কোড লেখার সঙ্গে সম্পৃক্ত কর্মীদের গত ছয় মাসে সফটওয়্যার কোড থেকে কী কী অর্জন হয়েছে সে বিষয়ে সংক্ষেপে লিখে পাঠানোর নির্দেশ দেন। সেই সঙ্গে সর্বশেষ কোডগুলোর উল্লেখযোগ্য লাইনসহ ১০টি স্ক্রিনশট পাঠানোর নির্দেশও দেন।
মাস্ক আরো জানান, টুইটারের প্রযুক্তিগত সক্ষমতা সম্পর্কে ধারণা নেয়ার জন্য ছোট আকারের টেকনিক্যাল ইন্টারভিউ নেয়া হবে। সম্প্রতি দীর্ঘমেয়াদে কারখানায় অবস্থানের জন্য মাস্কের বেঁধে দেয়া সময়ের মধ্যে কয়েকশ কর্মী যখন প্রতিষ্ঠানটি ত্যাগের সিদ্ধান্ত নেয়, তখনই-মেইলে এ তথ্য জানানো হয়।
অধিগ্রহণের পর প্রথম তিন সপ্তাহে ইলোন মাস্ক টুইটারে বিশৃঙ্খলা তৈরি করেছেন। সাবেক সিইও পরাগ আগরওয়াল থেকে শুরু করে শীর্ষ কর্মকর্তা, নিরাপত্তা ও গোপনীয়তার দায়িত্ব পালনকারীদের ছাঁটাই করেন। এর পরিপ্রেক্ষিতে দেশটির নিয়ন্ত্রক সংস্থার সমালোচনার মুখে পড়েন মাস্ক। হোয়াইট হাউজের একজন মুখপাত্র বলেন, টুইটার কীভাবে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের তথ্য সংরক্ষণ করছে ও সুরক্ষিত রাখছে সে বিষয়ে জানাতে হবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট প্লাটফর্মার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, টুইটারের শীর্ষ অ্যাড সেলস নির্বাহী রবিন হুইলারকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। দুটি সূত্রের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার টুইটার তাদের কর্মীদের জানায়, আগামীকাল পর্যন্ত প্রতিষ্ঠানটি তাদের অফিস ও ব্যাজ অ্যাকসেস বন্ধ রাখবে। এরপর সদর দপ্তর চালুর বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
যারা টুইটারের নতুন প্রধান ইলোন মাস্কের প্রস্তাব গ্রহণ করেননি প্রতিষ্ঠানের সিস্টেমে তাদের প্রবেশাধিকার বন্ধ করে দেয়া হয়েছে বলে তিনটি সূত্রে জানা গিয়েছে। আরেকটি সূত্র জানায়, খরচ কমানোর জন্য প্রতিষ্ঠানটি সাক্রামেন্টোর কাছে অবস্থিত এসএমএফওয়ান ক্যাম্পাসে থাকা তিনটি ডাটা সেন্টার বন্ধ করে দেয়ার পরিকল্পনাও হাতে নিয়েছে। এর আগে চলতি মাসে কর্মীদের কাছে পাঠানো প্রথম ই-মেইলে মাস্ক জানিয়েছিলেন, সামনে যে অর্থনৈতিক দুর্দশা আসতে যাচ্ছে টুইটার হয়তো সেটি মোকাবেলা করতে পারবে না। এছাড়া সে সময় ইলোন মাস্ক রিমোট ওয়ার্কিং বন্ধ করে নীতিমালায় পরিবর্তন আনার কথাও জানান।
কোন মন্তব্য নেই