অবসরপ্রাপ্ত সৈনিকদের কাজ করার আহ্বান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অবসরপ্রাপ্ত সৈনিকদের কাজ করার আহ্বান


চীনের ঝেংঝুতে অবস্থিত সবচেয়ে বড় আইফোন উৎপাদন কারখানায় কাজ করার জন্য অবসরপ্রাপ্ত ও প্রবীণ সৈনিকদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির সরকার। কভিড-১৯-এর সংক্রমণের কারণে কারখানাটির উৎপাদন ব্যাহত হয়েছে। খবর বিবিসি।


মেসেজিং অ্যাপ উইচ্যাটে সরকার থেকে পাঠানো খোলা চিঠিটি প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়, প্রবীণ বা অবসরপ্রাপ্তরা সবসময় কমিউনিস্ট পার্টির তত্ত্বাবধানে ছিল ও নির্দেশনা মেনে চলেছে। তাই এখন প্রয়োজনের সময় তাদের এগিয়ে আসা উচিত। চিঠিতে সরকারের আহ্বানে সাড়া দেয়ার পাশাপাশি উৎপাদন কার্যক্রমের গতি ফিরিয়ে আনতে কার্যক্রমে যুক্ত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়।


ফক্সকন তাইওয়ানের প্রতিষ্ঠান হলেও চীনে তাদের অনেক কারখানা রয়েছে। এক কোটি বাসিন্দার শহর ঝেংঝুতে ফক্সকনের দুই লাখের বেশি কর্মী রয়েছে। বিশ্বব্যাপী উৎপাদিত মোট আইফোনের ৭০ শতাংশ বা প্রতিদিন পাঁচ লাখ ইউনিট এখানেই তৈরি করা হয়। চলতি বছরের শুরুতে কভিড-১৯-এর সংক্রমণ রোধে চীন সরকার যে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে, তার ফলে ফক্সকন তাদের একাধিক কারখানার উৎপাদন সাময়িক সময়ের জন্য স্থগিত করতে বাধ্য হয়।


অন্যদিকে কারখানার উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে বছরের শুরু থেকেই ঝেংঝুর কারখানায় থাকা কর্মীদের কভিড বাবলের মধ্যে রেখেছে ফক্সকন। কোনো কর্মী সংক্রমিত হলে তাকে কারখানার ভেতরে থাকা কোয়ারেন্টিন সেন্টারে পাঠানো হতো। কিন্তু এতে সংক্রমণের হার কমেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


অক্টোবরে কারখানার ভেতরে একাধিক নতুন সংক্রমণ শনাক্ত করা হয়েছিল। সেই সঙ্গে ঝেংঝু শহরের নির্দিষ্ট কয়েকটি এলাকায় লকডাউন আরোপ করেছিল প্রশাসন। তবে ফক্সকন বা চীনা সরকারের পক্ষ থেকে সংক্রমণের প্রকৃত সংখ্যা এখনো জানানো হয়নি। অক্টোবরের সংক্রমণের কারণে কারখানার কর্মীদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় প্রকাশিত ভিডিওতে অনেক কর্মীকে কারখানার বেড়া টপকে পালাতে দেখা গিয়েছে।


লকডাউনের কারণে গণপরিবহন ছিল না। ফলে কর্মীদের অনেককেই বাড়ি ফেরার জন্য মাইলের পর মাইল হাঁটতে হয়েছে। সে সময় থেকেই ফক্সকনের উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে।


গবেষণা সংস্থা ট্রেন্ডফোর্সের তথ্য বলছে, পুরো কারখানার উৎপাদন প্রক্রিয়ার দুই-তৃতীয়াংশ কার্যকর আছে। অন্যদিকে কারখানায় অন্তত ১০ হাজার বাড়তি কর্মী দরকার বলে জানিয়েছে চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস। ঝেংঝু শহরের সবচেয়ে বড় চাকরিদাতা এবং সবচেয়ে বড় রফতানিকারক কোম্পানি ফক্সকন। ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত অন্তত ৩ হাজার ৬০০ কোটি ডলারের পণ্য রফতানি করেছে কোম্পানিটি। এসকল বিষয়ে ফক্সকন ও অ্যাপলের সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ কোনো মন্তব্য করেনি।

কোন মন্তব্য নেই