কর্মীদের ধরে রাখার চেষ্টা করছেন ইলোন মাস্ক - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কর্মীদের ধরে রাখার চেষ্টা করছেন ইলোন মাস্ক


ইলোন মাস্ক টুইটারের দায়িত্ব নেয়ার পর থেকেই ঘটছে একের পর এক অঘটন। টুইটারের আইকনের পরিবর্তন করেছেন, অর্ধেক সংখ্যক কর্মী ছাঁটাই করেছেন, এরপর দূর থেকে কাজের ব্যবস্থা উঠিয়ে দিতেও তত্পর হয়েছেন। এত কিছুর পরও সুস্থির হননি। সম্প্রতি কর্মীদের জন্য নতুন বিধান ছুড়ে দিয়ে বলেছিলেন, টুইটারকে যুগান্তকারী প্লাটফর্ম হিসেবে নির্মাণ কার্যক্রমে ভবিষ্যতে কে শামিল থাকবেন কিংবা থাকবেন না সে-বিষয়ক সিদ্ধান্তটি বৃহস্পতিবারের মধ্যেই সবাইকে জানাতে হবে। এরপর গুগল ড্রাইভে একটি রেসপন্স ফরম পূরণের আহ্বান জানান কর্মীদের। নির্ধারিত সময়সীমার আগেই দেখা যায় কর্মীরা টুইটার স্ল্যাকে মাস্ককে বিদায় সূচক বার্তা ও ইমোজি পোস্ট করতে শুরু করেছেন।


স্বাভাবিকভাবেই মাস্কের খামখেয়ালিপণার সঙ্গে মানিয়ে উঠতে না পেরে কর্মীরা পদত্যাগকে বিকল্প হিসেবেই বেছে নিচ্ছেন। এ অবস্থায় মাস্ক ও তার উপদেষ্টারা কর্মীদের সঙ্গে বৈঠক করে তাদের প্রতিষ্ঠানে ধরে রাখার চেষ্টা করছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস।


এ প্রতিবেদনে আরো বলা হয়, টুইটারের জন্য মাস্ক ও তার উপদেষ্টারা যে কর্মীদের গুরুত্বপূর্ণ মনে করেন তাদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে ইলোন মাস্ককে তার কঠোর সুর পাল্টে কিছুটা নরম হতে দেখা গিয়েছে। বিশেষ করে অফিসের বাইরে থেকে নয়, অফিসে এসে কাজের ক্ষেত্রে যে কঠোর বার্তা তিনি কর্মীদের উদ্দেশে পাঠিয়েছিলেন, সেখানে তিনি কিছুটা নরম ভঙ্গি প্রকাশ করেছেন।


টুইটারের বিভিন্ন বিভাগের দায়িত্বরত ব্যবস্থাপকদের সঙ্গে কোনো ধরনের আলাপ-আলোচনা ছাড়াই কর্মীদের দূর থেকে কাজের নীতি সম্পর্কে বিভ্রান্তিকর বার্তা পাঠান মাস্ক। নিউইয়র্ক টাইমস বলছে টুইটারের অভ্যন্তরীণ ই-মেইল তাদের হাতে এসেছে, পাশাপাশি বিভিন্ন সূত্র মাফিক জানা যায় মাস্ক খানিকটা নরম সুরেই কর্মীদের সঙ্গে কথা বলছেন।


বৃহস্পতিবারের মধ্যে সিদ্ধান্ত জানানোর যে বাধ্যবাধকতা কর্মীদের ওপর দেয়া হয়, সেখানে দেখা যায় যে স্থানীয় সময় বিকাল ৫টার আগেই শত শত কর্মী তাদের পাওনা নিয়ে তিন মাসের মধ্যে টুইটার ছেড়ে দেয়ার পক্ষে ভোট দিয়েছে। টুইটারে কর্মরত দুজন কর্মী নিউইয়র্ক টাইমসকে জানান, ই-মেইলে তাদের বলা হয়েছে যে সোমবার পর্যন্ত টুইটার অফিস বন্ধ এবং কর্মীদের ব্যাজগুলোও সংযোগ বিচ্ছিন্ন থাকবে।


৫১ বছর বয়সী মাস্ক গত মাসে ৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে টুইটার অধিগ্রহণের পর মাইক্রো ব্লগিং সাইটটি ঘিরে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে। টুইটারের কর্তৃত্ব হাতে পেয়েই তিনি প্রায় অর্ধেক কর্মীকে বরখাস্ত করেন। ভিন্নমত পোষণকারী ও ছাঁটাইকৃত ৭ হাজার ৫০০ কর্মীর সবাই ছিলেন স্থায়ী। এরপর তিনি তাদের বলেন, টুইটারকে সফল কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে সবাইকে কঠোর ও কঠিন পরিশ্রম করতে হবে।


এদিকে টুইটারের টালমাটাল পরিস্থিতিতে উদ্বিগ্ন জাতিসংঘ। সার্বিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে মানবাধিকার নিশ্চিতে নতুন প্রধান নির্বাহী ইলোন মাস্কের কাছে আহ্বান জানিয়েছে তারা। সংস্থাটির মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভল্কার তুর্ক এক খোলা চিঠিতে এ আহ্বান জানান।

কোন মন্তব্য নেই