মালয়েশিয়ায় কোনো জোটই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মালয়েশিয়ায় কোনো জোটই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি


মালয়েশিয়ার ১৫ তম সাধারণ নির্বাচনে ফলাফল প্রকাশ করেছে দেশটির নির্বাচন কমিশন। এ ফলাফলে কোনো জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন নিশ্চিত করতে পারেনি। সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে ২২২টি আসনের মধ্যে ১১২টিতে জয় নিশ্চিত করতে হবে। সে সংখ্যাগরিষ্ঠতা কোনো জোটই অর্জন করতে পারেনি।


গতকাল অনুষ্ঠিত নির্বাচনে আনোয়ার ইব্রাহিম নেতৃত্বাধীন সংস্কারবাদী জোট পেয়েছে ৮২ টি আসন। এককভাবে সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা না পেলেও জোট সরকারের প্রধানমন্ত্রী হতে পারেন মালয়েশিয়ার এ বর্ষীয়ান রাজনীতিক। দ্য স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রীর বাছাইয়ের জন্য সোমবার দুপুর ২ টা পর্যন্ত সময় বেধে দিয়েছেন মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহ আহমদ শাহ।


এ অবস্থায় অন্য জোটগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের চেষ্টায় শীর্ষ জোটগুলো আলোচনা চালিয়ে যাচ্ছে। বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম এবং সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন অন্য জোটের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারেন বলে জানিয়েছেন। তবে জোটগুলো কারা সে বিষয়ে কিছু উল্লেখ করেননি তারা।


এর আগে শনিবার মধ্যরাতে দেশটির রাজ দরবারের শীর্ষ কর্মকর্তা আহমেদ ফাদিল শামসুদ্দিনের কাছে নির্বাচনের ফলাফল জমা দেন নির্বাচন কমিশন চেয়ারম্যান আবদুল গণি সালেহ। তিনি বলেন, আনোয়ার ইব্রাহিমের দল পাকাতান হারাপান (পিএইচ) জোট ৮২টি আসনে জয় নিশ্চিত করেছে। আর সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের মালেভিত্তিক দল পেরিকাতান ন্যাসিনাল (পিএন) ৭৩টি আসনে জয় পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুবের দল ইউনাইটেড মালয়াজ ন্যাশনাল অর্গানাইজেশনের (ইউএমএনও) নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট বারিসান ন্যাসিওনাল (বিএন) মাত্র ৩০টি আসনে জয় পেয়েছে।


আবদুল গণি সালেহ আরো বলেন, গাবুঙ্গান পার্টি সারাওয়াক ২২টি, গাবুঙ্গান রাকায়াত সাবাহ ৬টি, ওয়ারিসান ৩টি এবং পার্টি বাংসা মালয়েশিয়া ও পার্টি খেসেজাটেরান ডেমোক্র্যাটিক মাসিয়ারাকাট ১টি করে আসনে জয় পেয়েছে। সারাওয়াক রাজ্যের বোর্নিওতে বন্যার কারণে একটি আসনে ভোট স্থগিত করা হয়েছে।



কোন মন্তব্য নেই