৫৩ বছর পর কোনো নির্বাচনে হারলেন মাহাথির মোহাম্মদ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

৫৩ বছর পর কোনো নির্বাচনে হারলেন মাহাথির মোহাম্মদ


মালয়েশিয়ার ১৫তম সাধারণ নির্বাচনে নিজ আসনে পরাজিত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। ১৯৬৯ সালের পর এবারই প্রথম কোনো নির্বাচনে পরাজিত হলেন তিনি। ফলে ৫৩ বছর পর এ পরাজয়কে তার সাত দশকের রাজনৈতিক জীবনের ইতি হিসেবে দেখা হচ্ছে। খবর এনডিটিভি।


শনিবার অনুষ্ঠিত এ নির্বাচনে লাংকাউই দ্বীপের ওই আসনে জয় পেয়েছে পেরিকাতান ন্যাসিনাল (পিএন) জোটের প্রার্থী মোহাম্মদ সুহাইমি আবদুল্লাহ। পিএন দলের নেতৃত্বে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন।


চলতি মাসে সংবাদ সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাত্কারে ৯৭ বছর বয়সী মাহাথির বলেন, যদি তিনি এবারের নির্বাচনে পরাজিত হন তাহলে রাজনীতি থেকে অবসর নেবেন। নিজ আসনে পাঁচজন প্রার্থীর মধ্যে চতুর্থ স্থান অর্জন করার মাধ্যমে নাটকীয় বিদায়ের মঞ্চ সাজাচ্ছেন আধুনিক মালয়েশিয়ার এ স্থপতি। 


এদিকে শনিবার মধ্য রাতেই নির্বাচনে ফলাফল প্রকাশ করে দেশটির নির্বাচন কমিশন। এ ফলাফলে কোনো জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন নিশ্চিত করতে পারেনি। ফলে এ নির্বাচনের ফলাফল শেষ পর্যন্ত ঝুলন্ত পার্লামেন্টে গিয়ে ঠেকেছে।


আনোয়ার ইব্রাহিমের পাকাতান হারাপান (পিএইচ) জোট ৮২টি আসন, সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের পেরিকাতান ন্যাসিনাল (পিএন) ৭৩টি আসন এবং প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুবের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট বারিসান ন্যাসিওনাল (বিএন) মাত্র ৩০টি আসনে জয় পেয়েছে। এ অবস্থায় অন্য জোটগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের চেষ্টায় শীর্ষ জোটগুলো আলোচনা চালিয়ে যাচ্ছে।

কোন মন্তব্য নেই