ব্যাংকে সঞ্চিত অর্থ নিয়ে দুশ্চিন্তার কারণ নেই - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ব্যাংকে সঞ্চিত অর্থ নিয়ে দুশ্চিন্তার কারণ নেই


বাংলাদেশের ব্যাংকিং খাতে তারল্য সংকট দেখা দিয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুজব ছড়ানোয় শঙ্কায় পড়েছেন গ্রাহকরা। তাদের এ সংক্রান্ত গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড (এবিবি)।


তারা বলছেন, ব্যাংকগুলোতে গ্রাহকদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত আছে। এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।


আজ রোববার বিষয়টি আমলে নিয়ে বিবৃতি প্রকাশ করেছে এবিবি।


বিবৃতিতে বলা হয়, আমরা এবিবির পক্ষ থেকে বলতে চাই, এ সব তথাকথিত তথ্যের কোনো ভিত্তি নেই এবং এগুলো অসত্য। বর্তমানে ব্যাংকগুলোতে পর্যাপ্ত অর্থ আছে।


‘আমরা গ্রাহকদের আশ্বস্ত করতে চাই’ উল্লেখ করে প্রধান নির্বাহীরা বলছেন, ব্যাংকগুলোতে তাদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত আছে। এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমরা গ্রাহকদের গুজবে বিশ্বাস না করার জন্য অনুরোধ করব।


এর আগে একই ধরনের গুজব নিয়ে প্রতিক্রিয়া জানায় কেন্দ্রীয় ব্যাংক। গ্রাহকদের অর্থ সুরক্ষিত থাকার নিশ্চয়তার পাশাপাশি এক বিবৃতিতে বলা হয়, ব্যাংকে এখন তারল্যের ঘাটতি নেই, উল্টো অতিরিক্ত তারল্য আছে।


কেন্দ্রীয় ব্যাংকের বিবৃতির কথা উল্লেখ করেছেন প্রধান নির্বাহীরা। এবিবি বলছে, ব্যাংকগুলোতে তারল্যের কোনো ঘাটতি নেই। উপরন্তু ১ লাখ ৬০ হাজার কোটি টাকারও বেশি অতিরিক্ত তারল্য আছে।


কেন্দ্রীয় ব্যাংক এও জানিয়েছিল, গত ৫১ বছরে বাংলাদেশে কোনো ব্যাংক দেউলিয়া হয়নি। সামনেও এমন কিছু হওয়ার আশঙ্কা নেই।

কোন মন্তব্য নেই