কাতার বিশ্বকাপে ইনফিনিক্সের হ্যান্ডসেট জেতার সুযোগ
ইনফিনিক্স ভক্তদের মাঝে উন্মাদনার দাবানল ছড়িয়ে দিচ্ছে কাতার বিশ্বকাপ। আবারো খেলাধুলাপ্রিয় ভক্তদের উৎসাহিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি। এবারের ক্যাম্পেইনে বিজয়ী দলের নাম অনুমান করে ইনফিনিক্সের আকর্ষণীয় উপহার জিতে নেয়ার সুযোগ থাকছে।
ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা ফাইনাল পর্যন্ত প্রতিটি ম্যাচের বিজয়ী দল অনুমান করে ইনফিনিক্সের হ্যান্ডসেট ও দারুণ সব উপহার জিতে নিতে পারবে। গ্লোবাল ক্যাম্পেইনে ৩২টি দেশ অংশ নিচ্ছে। অংশগ্রহণকারীদের প্রথমে অনলাইন পেজে মোবাইল নম্বর, বয়স ও অন্যান্য তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
প্রথম পর্যায়ে, অংশগ্রহণকারীরা চ্যাম্পিয়ন দলের নাম অনুমান করবে। অনুমান পর্ব শেষে অংশগ্রহণকারীরা তাদের ফলের ছবি সংগ্রহ করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবে। ১৮ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত এ পর্ব চলবে। দ্বিতীয় পর্বে, অংশগ্রহণকারীরা প্রতিদিনের ম্যাচের সম্ভাব্য বিজয়ী দল অনুমান করতে পারবে। ম্যাচের ফলের ওপর ভিত্তি করে মোট স্কোরের সঙ্গে অংশগ্রহণকারীদের পয়েন্ট যুক্ত হবে। ম্যাচ শেষে স্বয়ংক্রিয়ভাবে বিজয়ীদের নির্বাচিত করা হবে। গ্রুপ পর্বে অংশগ্রহণকারীরা ম্যাচ শুরুর আগে সব ম্যাচের ফল ও স্কোর অনুমান করতে পারবেন। রাউন্ড অব ১৬, কোয়ার্টারফাইনাল ও সেমিফাইনালে অংশগ্রহণকারীরা একটি রাউন্ড শেষেই পরবর্তী ম্যাচে অংশ নিতে পারবে।
ক্যাম্পেইনে রেজিস্ট্রেশন করেই অংশগ্রহণকারীরা ১ পয়েন্ট সংগ্রহ করতে পারবে। যারা সফলভাবে ম্যাচের ফল অনুমান করতে পারবে তারা ২ পয়েন্ট পাবে। যারা স্কোর অনুমান করতে পারবে তারা পাবে ৪ পয়েন্ট। জমা হওয়া পয়েন্টের ভিত্তিতে ফাইনাল ম্যাচের পর বিজয়ীদের র্যাংকিং ও ব্যানারে বিশ্ব চ্যাম্পিয়ন দলের জাতীয় পতাকা প্রদর্শন করা হবে।
কোন মন্তব্য নেই