চীনকে আশার আলো দেখাচ্ছে এনভিডিয়ার নতুন চিপ
বাণিজ্য বিরোধের কারণে চীনে সব ধরনের চিপ ও উৎপাদন প্রযুক্তি সরবরাহ বন্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন প্রতিষ্ঠানকে নিয়ম মানাতে আইনও কার্যকর করেছে দেশটি। তবে নিষেধাজ্ঞার মাঝে চীনকে আশার আলো দেখাচ্ছে এনভিডিয়ার নতুন চিপ। খবর রয়টার্স।
যুক্তরাষ্ট্রের চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানটি জানায়, চীনের কম্পিউটার বিক্রিকারী প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে নতুন চিপসংবলিত পণ্যের প্রচারণা শুরু করে দিয়েছে। নতুন উন্নত চিপটি এ৮০০ নামে পরিচিত। এটি যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর উৎপাদনকারী কোনো প্রতিষ্ঠানের প্রথম কোনো পণ্য, যেটি আরোপিত বিধিনিষেধ মেনে চীনের জন্য তৈরি করা হয়েছে। রফতানি সংক্রান্ত বিধিনিষেধ থাকার কারণে প্রতিষ্ঠানটির কয়েক লাখ ডলার রাজস্ব ব্যয় হতে পারে।
অক্টোবরের শুরুতে যুক্তরাষ্ট্র উন্নত মাইক্রোচিপের পাশাপাশি চীনে আধুনিক চিপ উৎপাদনে ব্যবহূত প্রযুক্তি ও প্রয়োজনীয় যন্ত্রাংশের সরবরাহ বন্ধে বিধিনিষেধ আরোপ করে। মূলত চীনের সেমিকন্ডাক্টর শিল্পের পাশাপাশি সামরিক বাহিনীর উন্নয়ন রোধেই এ উদ্যোগ। আগস্টের শেষে এনভিডিয়া ও অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি) জানায়, এনভিডিয়ার ডাটা সেন্টার চিপ এ১০০সহ সব উন্নত চিপ যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হয়েছে। সম্প্রতি উন্মোচন করা এ৮০০ চিপটি এ১০০-এর পরিবর্তে ব্যবহার করা যাবে। দুটি চিপই গ্রাফিকস প্রসেসিং ইউনিট, যার প্রতিটি কিনতে কয়েক হাজার ডলার পর্যন্ত ব্যয় হতে পারে।
রয়টার্সকে দেয়া এক বিবৃতিতে এনভিডিয়ার একজন মুখপাত্র জানান, বছরের তৃতীয় প্রান্তিকে এনভিডিয়া এ৮০০ জিপিইউর উৎপাদন কার্যক্রম হাতে নেয়া হয়। মূলত চীনের এ১০০ জিপিইউর গ্রাহকদের বিকল্প সমাধান হিসেবে এটি সরবরাহ করা হবে। সেই সঙ্গে এ৮০০ যুক্তরাষ্ট্র সরকার আরোপিত রফতানি নিষেধাজ্ঞা মেনেই তৈরি করা হয়েছে। এ কারণে প্রোগ্রামিং করেও এর সক্ষমতা বাড়ানো যাবে না। বাণিজ্য বিভাগকে নতুন চিপের বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে কিনা সে বিষয়ে জিজ্ঞাসা করা হলেও এনভিডিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
বাণিজ্য বিভাগের একজন মুখপাত্রও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। চিপ বাজারজাতের ঘোষণা দেয়ার পর চীনের শীর্ষ দুটি সার্ভার নির্মাতা প্রতিষ্ঠান তাদের পণ্যে এ৮০০ চিপ ব্যবহার সংক্রান্ত অফার সম্পর্কে প্রচার শুরু করে। এর আগে পণ্যগুলোয় এ১০০ চিপ ব্যবহার করা হয়েছিল। চীনের একটি ডিস্ট্রিবিউটর ওয়েবসাইট এ৮০০ চিপের বিস্তারিত তথ্য উপস্থাপন করেছে।
এ১০০-এর সঙ্গে বৈশিষ্ট্যের পার্থক্য যাচাইয়ে দেখা যায়, নতুন চিপের তথ্য আদান-প্রদানের গতি প্রতি সেকেন্ডে ৪০০ গিগাবাইট, যা আগের চিপটির তুলনায় ৬০০ গিগাবাইট কম। সিসিএস ইনসাইটসের এক বিশ্লেষক ওয়েইন ল্যাম বলেন, বাণিজ্য সংক্রান্ত বিধিনিষেধ এড়ানোর জন্য হয়তো এ১০০ জিপিইউকে নতুন মোড়কে এ৮০০ নাম দেয়া হয়েছে। চিপ-টু-চিপ যোগাযোগ বা তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে এ৮০০ যে বৈশিষ্ট্যের প্রতিনিধিত্ব করছে তা বর্তমানে ডাটা সেন্টারে ব্যবহূত চিপগুলোর তুলনায় কম ক্ষমতাসম্পন্ন।
এনভিডিয়া জানায়, উচ্চক্ষমতাসম্পন্ন চিপ রফতানি বন্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার কারণে অক্টোবরে শেষ হওয়া তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির ৪০ কোটি ডলার মূল্যের বিক্রি ক্ষতিগ্রস্ত হবে।

কোন মন্তব্য নেই