বিশ্বকাপে ব্যবহূত অ্যাপের ডাটা নিরাপত্তা নিয়ে উদ্বেগ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিশ্বকাপে ব্যবহূত অ্যাপের ডাটা নিরাপত্তা নিয়ে উদ্বেগ


ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি উপভোগ করতে ফুটবলপ্রেমীরা এরই মধ্যে পাড়ি জমাচ্ছে কাতারে। কাতারে অংশগ্রহণ করা ফুটবল দর্শকদের জন্য দুটি অ্যাপ ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে। তবে সম্প্রতি ডাটা নিরাপত্তা বিশেষজ্ঞরা ক্রীড়া ইভেন্ট আয়োজকদের জানিয়েছেন, অ্যাপ দুটিতে ব্যবহারকারীদের ডাটা প্রাইভেসি হুমকির মুখে আছে।


কাতারে অনুষ্ঠিত এ মহাআসরে অংশ নিতে ‘এহতেরাজ’ ও ‘হায়া’ নামের অ্যাপ দুটি ইনস্টল করতে হবে। কভিড-১৯ শনাক্তকরণের জন্য ব্যবহার হবে এহতেরাজ অ্যাপ এবং স্টেডিয়ামে প্রবেশ, ম্যাচের ফিচার দেখা, বিনামূল্যে পাবলিক পরিবহনে যাতায়াতের জন্য ব্যবহার হবে হায়া নামের অ্যাপটি।


ডিজিটাল নিরাপত্তাবিষয়ক বেশ কয়েকটি সংস্থা এ অ্যাপগুলোর অ্যাকসেসের অনুমতি চাওয়া বিষয়গুলো বিশ্লেষণ করার পর গত মাসেই জানিয়েছিল, দুটি অ্যাপেই ব্যবহারকারীদের ডাটা প্রাইভেসির হুমকি রয়েছে। এহতেরাজ অ্যাপটি ব্যবহারকারীদের ছবি ও ভিডিও মনিটরিং করার অনুমতি চায়, এছাড়া অপরিচিত কল ও ডিভাইসের ডাটা অ্যাকসেস বা সংশোধনেরও নিয়ন্ত্রণ চায়। আর হায়া অ্যাপটি সম্পূর্ণ নেটওয়ার্ক অ্যাকসেস ও ব্যক্তিগত ডাটার সীমাহীন নিয়ন্ত্রণ চায়। এ দুটি অ্যাপই ব্যবহারকারীদের অবস্থান নজরদারি করে।


কাতার বিশ্বকাপের এ ডিজিটাল পর্যবেক্ষণ নীতির ফলে প্রাইভেসি বিশেষজ্ঞরা বিশ্বকাপের দর্শকদের বার্নার ফোন ব্যবহারের পরামর্শ দিয়েছেন। বার্নার ফোন হলো সাময়িক সময়ের জন্য ব্যবহার করার উদ্দেশ্যে কেনা সেলফোন।

কোন মন্তব্য নেই