ভারতের বাজারে স্টিম ডেক আনছে ভালভ বণিক বার্তা ডেস্ক - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ভারতের বাজারে স্টিম ডেক আনছে ভালভ বণিক বার্তা ডেস্ক


পোর্টেবল বা বহনযোগ্য হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইসের মাধ্যমে পুরো বিশ্বে সাড়া ফেলে দিয়েছে ভালভ। এ গেমিং কনসোলটি মূলত একটি পোর্টেবল পিসি, যেখানে খুবই উন্নত হার্ডওয়্যার রয়েছে এবং স্টিমের অনেক গেম খেলা যায়। প্রাথমিক পর্যায়ে নির্দিষ্ট কিছু দেশে ডিভাইসটি বাজারজাত করা হলেও শিগগিরই ভারতের বাজারেও এটি সরবরাহ করা হবে। খবর গিজচায়না।


ডিভাইসটিতে মারভেলের স্পাইডার-ম্যান, কন্ট্রোল, টম্ব রেইডার এমনকি খুবই খারাপ অপটিমাইজেশন পাওয়া সাইবারপাংক ২০৭৭ রয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার পর এবার ভারতে কনসোলটি পাওয়া যাবে বলে প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে।


ভারতের গেমিং খাতের অভ্যন্তরীণ সূত্র রিশি আলওয়ানির কাছ থেকে এ তথ্য জানা গিয়েছে। তার মতে, ভালভের স্টিম ডেক পোর্টেবল কনসোলটি শিগগিরই ভারতের গেমিং বাজারে প্রবেশ করবে। গ্রে মার্কেটের মাধ্যমে স্টিম ডেক ডিভাইসটি লোকাল দোকানগুলোয় পাওয়া যাবে। ডিভাইসের দামের বিষয়েও তথ্য দিয়েছেন তিনি। ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ৭৬২ ডলার বা ৬২ হাজার ৫০০ রুপিতে পাওয়া যাবে। এছাড়া ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম হবে ৭৭ হাজার রুপি বা ৯৪৪ ডলার এবং ৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম হবে ৯০ হাজার রুপি বা ১ হাজার ১০৪ ডলার।


যুক্তরাষ্ট্রের বাজারের তুলনায় ভারতের বাজারে ডিভাইসগুলোর দাম খুবই বেশি। বাজার বিশ্লেষক ও প্রযুক্তিবিদরা জানিয়েছেন, যেহেতু আনুষ্ঠানিকভাবে স্টিম ডেক বাজারজাত করা হচ্ছে না এবং গ্রে মার্কেট তাদের দাম নির্ধারণ করতে পারে তাই বেশি হওয়াটাই স্বাভাবিক।


আলওয়ানি জানান, বিশ্বের অন্যান্য অঞ্চলে ভালভ তাদের স্টিম ডেক ডিভাইসের বাজারজাত ও সরবরাহ বাড়ালে দাম ধীরে ধীরে কমতে শুরু করবে। ফলে আমদানিকারকরাও তুলনামূলক কম দামে ডিভাইস আনতে পারবেন। সবশেষে ভারতের বাজারেও ডিভাইসের দাম কমবে। তাই দাম না কমা পর্যন্ত গ্রাহকদের অপেক্ষা করাটাই ভালো হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।


স্টিম ডেক ডিভাইসে ৭ ইঞ্চির এইচডি রেজল্যুশনের আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ। ডিভাইসের ভেতরে এএমডি জেন ২ প্রসেসর ও আরডিএনএ ২ গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) দেয়া হয়েছে। এতে ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি পর্যন্ত এসএসডি স্টোরেজ ব্যবহারের সুবিধা রয়েছে।

কোন মন্তব্য নেই