ব্যক্তিগত সুরক্ষায় ইমোর ব্লক স্ক্রিনশট ফর কলস - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ব্যক্তিগত সুরক্ষায় ইমোর ব্লক স্ক্রিনশট ফর কলস


ব্যবহারকারীদের তথ্য ও গোপনীয়তা নিশ্চিতের বিষয়টি বর্তমানে গুরুত্বপূর্ণ। পাশাপাশি সাইবার নিরাপত্তাও এখন শীর্ষে। আর এসকল সুবিধা  প্রদানে ব্লক স্ক্রিনশট ফর কলস ফিচার চালু করেছে ইনস্ট্যান্ট অডিও-ভিডিও কল ও মেসেজিং অ্যাপ ইমো।


বিশ্বের পাশাপাশি বর্তমানে বাংলাদেশে সাইবার অপরাধ আশঙ্কাজনক হারে বাড়ছে। এর পরিপ্রেক্ষিতে সাইবার স্পেসে নিরাপত্তার বিষয়টি আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। বর্তমানে সাইবারস্টকিং, সাইবারবুলিং, ব্ল্যাকমেইল বা অনলাইন হুমকির কারণে মানুষ ভুক্তভোগী হচ্ছে। অনেক সময় অনুমতি ছাড়াই কল রেকর্ড করে রাখা বা ছবি তুলে রাখার মাধ্যমে অনৈতিক সুবিধা আদায় করছে আক্রমণকারীরা। এ ধরনের অনাকাঙ্ক্ষিত অপরাধ থেকে সুরক্ষিত রাখতে ও গোপনীয়তার সুরক্ষা নিশ্চিতেই ব্লক স্ক্রিনশট ফর কলস ফিচার।


ফিচারটি চালুর ফলে এখন সাইবার অপরাধীরা ইমোর ভিডিও ও অডিও কলের ক্ষেত্রে স্ক্রিনশট ও স্ক্রিন/অডিও রেকর্ডিং করতে পারবে না, যা সফলভাবে ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখবে। অ্যান্ড্রয়েড ডিভাইসে ফিচারটি চালু করা হলে অন্য প্রান্ত থেকে ভিডিও কল রেকর্ড করলে ইন্টারফেস স্বয়ংক্রিয়ভাবে কালো হয়ে যাবে। এছাড়া কলের সময় স্ক্রিনশট নেয়াও বন্ধ হয়ে যাবে। ভিডিও বা অডিও কলের ক্ষেত্রে কেউ ভয়েস মেসেজ রেকর্ড করতে চাইলে ব্যবহারকারী সঙ্গে সঙ্গে অ্যালার্ট নোটিফিকেশন পাবে। ফিচারটি চালু করতে হলে প্রথমে সেটিংসে প্রবেশ করে প্রাইভেসি অপশন থেকে ব্লক স্ক্রিনশট ফর কলস চালু করতে হবে। এরপর সব কন্ট্যাক্টে তা অ্যাপ্লাই করতে হবে। ফিচার কার্যকরে সব ব্যবহারকারীকেই ইমোর হালনাগাদ অ্যাপ ব্যবহার করতে হবে। এটি ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষায় সচেতন হতে সহায়তা করবে বলে আশা প্লাটফর্মটির।

কোন মন্তব্য নেই