টুইটারে ব্লু টিক চালুর পরিকল্পনা পেছাল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

টুইটারে ব্লু টিক চালুর পরিকল্পনা পেছাল


টুইটারের ভেরিফিকেশন ব্যাজ ব্লু টিক পরিষেবা চালুর সিদ্ধান্ত পিছিয়েছেন ইলোন মাস্ক। গতকাল টুইটারের নতুন মালিক এ ঘোষণা দেন। তিনি জানান, টুইটারে ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করার আগ পর্যন্ত ব্লু টিক চালু করা হবে না।


কিছুদিন আগে প্রতি মাসে আট ডলারের বিনিময়ে টুইটার অ্যাকাউন্ট ভেরিফাই করার পদ্ধতি চালু করেছিল টুইটার। সেসময় কেবল অর্থের বিনিময়ে অনেক ভুয়া অ্যাকাউন্ট ব্লু টিক ব্যাজ পেয়ে যায়। এ ঘটনায় নানা সমালোচনার মুখে পড়ে টুইটার। যার প্রেক্ষাপটে আপাতত অ্যাকাউন্ট ভেরিফাই করে ব্লু টিক ব্যাজ দেয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।


আগে অ্যাকাউন্ট যাচাই বাছাই করে টুইটার কর্তৃপক্ষ রাজনীতিবিদ, বিখ্যাত ব্যক্তিত্ব, সাংবাদিক, তারকা এবং ইনফ্লুয়েন্সারদের ভেরিফিকেশন ব্যাজ দিত। পরে অর্থের বিনিময়ে এ ব্যাজ দেয়ার সিদ্ধান্ত নেন মাস্ক।


প্রসঙ্গত, গত মাসে ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কিনে নেন বিশ্বের শীর্ষ ধনী ইলোন মাস্ক। এরপর থেকে প্রতিনিয়তই খবরের শিরোনাম হচ্ছে মাইক্রোব্লগিং প্লাটফর্মটি।

কোন মন্তব্য নেই