২৪০ ওয়াটের ফাস্ট চার্জার নিয়ে আসছে রিয়েলমি
গ্রুপ আইস ইউনিভার্স চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে রিয়েলমি জিটি নিও ৫-এর সঙ্গে থাকা চার্জিং ব্লকের কয়েকটি নতুন ছবি প্রকাশ করেছে। রিয়েলমির আসন্ন ফাস্ট চার্জার সম্পর্কেও কিছু তথ্য প্রকাশ করেছে তারা। গ্রুপটির তথ্যমতে, ২৪০ ওয়াটের এ চার্জার হবে এ ধরনের ফিচারের প্রথম উৎপাদন।
রিয়েলমির ২৪০ ওয়াট চার্জার সম্পর্কে তথ্য অনলাইনে প্রকাশ হওয়ার ঘটনা এটিই প্রথম নয়। পূর্ববর্তী ফাঁস এবং গুঞ্জন এরই মধ্যে ইঙ্গিত দিয়েছে নতুন ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা রিয়েলমি জিটি নিও ৫ মডেলের সঙ্গে বাজারে আসতে যাচ্ছে। আইস ইউনিভার্সের তথ্যের সঙ্গে আগের তথ্য অনেকটাই সামঞ্জস্যপূর্ণ।
রিয়েলমির জিটি নিও ৫ স্মার্টফোনটি জিটি নিও ৩ মডেলের পরে আসবে বলে ধারণা করা হচ্ছে। ফোনটির ক্যামেরার হাউজিং হবে কালো রঙের এবং ফোনের বাকি অংশ হবে সাদা রঙের। রিয়েলমি আরো অনেক রঙের স্মার্টফোন আনবে।
স্পেসিফিকেশনের দিক থেকে স্মার্টফোনটিতে ৬ দশমিক ৭ ইঞ্চি ডিসপ্লেসহ ১৪৪ হার্টজ রিফ্রেস রেট ফিচার থাকবে। স্মার্টফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে বলে আশা করা হচ্ছে। এছাড়া ডিভাইসটিতে স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট ও ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকবে বলেও ধারণা করা হচ্ছে।

কোন মন্তব্য নেই