স্ট্যাটাস আপডেট রিপোর্টের ফিচার আনছে হোয়াটসঅ্যাপ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

স্ট্যাটাস আপডেট রিপোর্টের ফিচার আনছে হোয়াটসঅ্যাপ


ডেস্কটপ বেটা ভার্সনে স্ট্যাটাস আপডেট রিপোর্টের ফিচার আনতে কাজ করছে মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। ওয়াবেটাইনফোর তথ্যানুযায়ী, স্ট্যাটাস সেকশন থেকে নতুন মেনুর অধীনে ব্যবহারকারীরা স্ট্যাটাস আপডেটের রিপোর্ট করতে পারবে। খবর আইএএনএস।


মেসেজিং প্লাটফর্মে আগে ব্যবহারকারীরা নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক কোনো স্ট্যাটাস আপডেট দেখতে পেলেও রিপোর্ট বা অভিযোগ জানাতে পারত না। নতুন ফিচারটি চালু হলে মডারেশন টিমের কাছে তাত্ক্ষণিকভাবে অভিযোগ জানানো যাবে। মেসেজ রিপোর্টের মতো স্ট্যাটাস আপডেটের বিষয়টিও প্রতিষ্ঠানটির কাছে পাঠানো হবে। এরপর স্ট্যাটাসে ক্ষতিকর কোনো উপাদান আছে কিনা তা যাচাই করা হবে। তবে এ ফিচারের কারণে এন্ড-টু-এন্ড এনক্রিপশনের কোনো ক্ষতি হবে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


শুধু হোয়াটসঅ্যাপ কেন মালিকানা প্রতিষ্ঠান মেটার পক্ষেও কোনো ব্যবহারকারীর মেসেজ দেখা বা প্রাইভেট কলের কথোপকথন শোনার সক্ষমতা নেই। তবে প্লাটফর্মকে নিরাপদ ও সুরক্ষিত রাখার জন্য রিপোর্ট অপশন চালু করা প্রয়োজন বলে মনে করছে প্লাটফর্মটি।


প্রতিবেদনে বল হয়, স্ট্যাটাস আপডেট রিপোর্ট করার ফিচারটি এখনো উন্নয়নমূলক পর্যায়ে রয়েছে। ভবিষ্যতে ডেস্কটপ বেটার আপডেটের মাধ্যমে এটি সবার জন্য উন্মোচন করা হবে। এর আগে হোয়াটসঅ্যাপের জন্য নিজস্ব অ্যাভাটার নিয়ে কাজ করার কথা জানিয়েছে মেটা।


প্রতিবেদনের তথ্যানুযায়ী, হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড বেটার নতুন দুই ভার্সনের সঙ্গে অ্যাভাটার চালু করা হচ্ছে। মূলত যেসব ব্যবহারকারী তাদের ডিভাইসে অ্যান্ড্রয়েড বেটা ভার্সন ব্যবহার করছে শুধু তারাই নতুন ফিচারটি পরীক্ষা করতে পারছে। ব্লগে প্রকাশিত স্ক্রিনশটের তথ্যানুযায়ী, নতুন কোনো অ্যাভাটার তৈরির পর পরিবার-পরিজন, বন্ধুদের সঙ্গে সেটি শেয়ার করার জন্য আলাদা স্টিকারপ্যাকও চালু করে হোয়াটসঅ্যাপ। তবে এর জন্য ব্যবহারকারীদের প্রথমে তাদের অ্যাভাটার তৈরি করতে হবে। তারা চাইলে প্রোফাইল ফটো হিসেবে সেটি ব্যবহার করতে পারবে।

কোন মন্তব্য নেই